কবিতাশিল্প ম্যাগ
সুবীর সরকারের কবিতা
কবি পরিচিতি:
সুবীর সরকারের জন্ম ১৯৭০ সালে। পেশায় শিক্ষক। কবি উত্তরের লোকজীবনের সাথে জড়িয়ে আছেন তীব্রভাবে। ত্রিশ বছরের বেশী সময় ধরে কবিতা, গদ্যসহ বিভিন্ন ধারায় অনায়াস যাতায়াত করেছেন। প্রকাশিত গ্রন্থ– ধানবাড়ি গানবাড়ি, মাহুত বন্ধু রে, নির্বাচিত কবিতা, বিবাহ বাজনা, নাচঘর, উত্তরজনপদবৃত্তান্ত, মাতব্বর বৃত্তান্ত, ভাঙা সেতুর গান ইত্যাদি।
সুবীর সরকারের কবিতা
বিবাহ
নাভিতে ভীষণ শীত। তোমার স্তনে আঙুল রাখি।
ঘাড়ে হাত বোলাই ভাঁজ করা রুমালের মত।
ক্লিভেজে ঘাম জমলে দেখতে পাই সক্রিয় তিল
সঙ্গম অনেকটাই ডুবসাঁতার।
বিবাহ মানে আংটি ও আঙুল।
মধ্যরাতের সঙ্গম শেষ হলে হেমন্তের মাঠে বেজে ওঠে
সা রে গা মা
কাম ও কাচুলি
এরপর জোড়াপুকুর, হাঁসের পিঠে ঘুঘু
জমে থাকা শুকনো পাতায় আগুন জ্বলে উঠলে
পৃথিবীতে ছড়িয়ে পড়ে চাপা কান্না।
কেউ কেউ মগডালে উঠে পড়বার কৌশল জানে
দুই ভুরুর নিচে ছুঁয়ে থাকা ধূর্ত আঙুল
পাখিদের নিজস্ব উপত্যকা।ভিখিরিদের গান।
কাম ও কাচুলি নিয়ে আমরা স্মরণসভায়
যাই।
মোনাজাত
সমস্ত ঘরবাড়ি পুড়িয়ে দেব
আলো কমে আসা শহর
তাঁতশিল্পের এই দেশ জুড়ে
অনবরত হালুম ডাক জেগে থাকে
স্বরবর্ণ ও কাঁঠাল পাতা
লিখি বৃষ্টি, জল আর গমক্ষেত
প্রতিটি আজানের শেষে তোমা
মোনাজাত
নাচ
কি ভীষণ ব্যাক্তিগত হয়ে উঠছে আমাদের জীবন!
গুড়া মাছের চচ্চড়ির লোভে দু’চারটে বেড়াল
হেলানো ল্যাম্পপোস্টের খুব কাছ থেকে শিকারি
ফিরে যাচ্ছেন
ছায়ার কাছে আমাদের কত ঋণ।
চারণভূমির পাশে শাক কুড়ানো তিন বুড়ি গোল হয়ে
নাচে
দাম্পত্য
দাম্পত্য আসলে ঘাসের বিছানা।ম্লান হাসি পেরিয়ে
কোথাও না কোথাও আমাদের যেতে হবে।
বাগান ভরা ফুলগাছ।
পথে পথে বিবাহনাচ।
অথচ সামান্য আলপিন খুব একা করে
দেয়।