ক্রিকেটখেলা

আইপিএলের নিলামে ৩ টাইগার পেসার

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ড্রাফটে নাম দেননি সাকিব আল হাসান ও লিটন দাস। গতবার শেষ পর্যন্ত সাকিব না খেললেও লিটন খেলেছেন এক ম্যাচ।

সাম্প্রতিক সময়ে টাইগারদের সবচেয়ে শক্তিশালী দিক হলো পেস বোলিং ইউনিট। সেই পেস আক্রমণের সামনের সারির তিনজন, মুস্তাফিজ-তাসকিন এবং শরীফুল ইসলামকে আইপিএলে দেখা যেতে পারে। ১৯ ডিসেম্বরের নিলামে বাংলাদেশ থেকে উঠবেন এই তিনজন।

আগের কয়েক মৌসুম দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা মুস্তাফিজকে এবার ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি, কিন্তু নিলামে মুস্তাফিজ সর্বোচ্চ পারিশ্রমিকের ক্যাটাগরিতেই আছেন; অর্থাৎ, ফিজের ভিত্তিমূল্য ২ কোটি রুপি। তাসকিন আহমেদের ভিত্তিমূল্য ৭৫ লক্ষ রুপি আর শরীফুলের ৫০ লক্ষ রুপি। এবারের নিলাম হবে দুবাইয়ে, যা প্রথমবারের মতো ভারতের বাইরে হচ্ছে।

২০১১ সাল থেকে ২০১৫ পর্যন্ত সাকিব আল হাসান ছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। ২০১৬ থেকে ২০১৯, এই চার মৌসুম সাকিবের সঙ্গী ছিলেন মুস্তাফিজুর রহমান। ২০২০ আসরে নিষেধাজ্ঞার জন্য সাকিব ছিলেন না, দুটো ফ্র্যাঞ্চাইজি থেকে ডাক পাওয়া মুস্তাফিজও যেতে পারেননি বোর্ড থেকে এনওসি না পাওয়ায়।

পরের মৌসুমে এই দুজনই আবারও টাইগারদের প্রতিনিধি হিসেবে ছিলেন বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে। পরের আসরে সাকিবকে কোনো দলই কেনেনি; বাংলাদেশ থেকে মোস্তাফিজ একা আইপিএল খেলেন। তার পরের মৌসুম অর্থাৎ সবশেষ আসরেও মুস্তাফিজকে ধরে রেখেছিল দিল্লি; নিলাম থেকে সাকিব ও লিটন দাশকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। লিটন একটা মাত্র ম্যাচ মাঠে নামার সুযোগ পেলেও, সাকিব শেষ পর্যন্ত আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button