নির্বাচন যখন ঘনিয়ে আসছে তখন বাংলাদেশের ওপর বিভিন্ন পক্ষ থেকে অযৌক্তিক, অযাচিত এবং আরোপিত রাজনৈতিক চাপ আসছে। জাতিসংঘের মহাসচিবের শেফ দ্য ক্যাবিনেট আর্ল কোর্টনে র্যাট্রের কাছে পাঠানো এক চিঠিতে এমন অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। চিঠিতে তিনি বাংলাদেশের রাজনৈতিক উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান।
চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আশা করি জাতিসংঘ ও তার সেক্রেটারিয়েট, সংস্থা ও স্থানীয় কার্যালয়গুলো বাংলাদেশকে উন্নয়নের পথে ধারাবাহিকভাবে এগিয়ে যেতে গঠনমূলক ও সহযোগিতামূলক ভূমিকা পালন করবে। বাংলাদেশ মানবাধিকার ও মৌলিক অধিকারের প্রচার ও সুরক্ষায় দৃঢ়ভাবে বিশ্বাস করে। বাংলাদেশ আশা করে, জাতিসংঘ শান্তিপূর্ণ, ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যত নিশ্চিত করার জন্য আমাদের প্রচেষ্টায় বিশ্বস্ত অংশীদার হিসাবে কাজ চালিয়ে যাবে।
চিঠিতে তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশ গণতন্ত্র, মানবাধিকার, ন্যায়বিচার ও মানুষের সম্মান রক্ষায় নেতৃস্থানীয় ভূমিকা পালন করছে। বাংলাদেশ হচ্ছে বিশ্বের একমাত্র দেশ, যেখানে এসব মূল্যবোধ প্রতিষ্ঠা করতে ৩০ লাখ মানুষকে প্রাণ দিতে হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রের একজন ক্রুসেডার এবং তিনি দেশের মানুষের ভোট, খাদ্য ও সুন্দর জীবনযাপনের অধিকার নিশ্চিত করতে অনেক কষ্ট করেছেন। শেখ হাসিনা তার ১৫ বছরের মেয়াদে হাজারো নির্বাচন, উপ-নির্বাচন, জাতীয় নির্বাচন, আঞ্চলিক নির্বাচন ও মেয়র নির্বাচনের আয়োজন করেছেন। খুবই ছোটখাটো কিছু ঘটনা ছাড়া সবগুলো নির্বাচনই ছিল সুষ্ঠু ও নিরপেক্ষ। এখন তিনি একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজন করতে সংকল্পবদ্ধ।
কিন্তু একইসঙ্গে বিক্ষোভের নামে সরকারি ও বেসরকারি সম্পত্তি পোড়ানো ও মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনাগুলো তিনি সহ্য করবেন না, যা বিরোধী দল নিয়মিত করে আসছে। এই প্রসঙ্গে আমরা জাতিসংঘের কাছ থেকে আরও পরামর্শ নেয়ার জন্য প্রস্তুত রয়েছি।
চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ জাতিসংঘের একটি উদ্যমী ও সহযোগিতামূলক মনোভাবসম্পন্ন সদস্য রাষ্ট্র। আমরা প্রবলভাবে আশাবাদী যে, জাতিসংঘ বাংলাদেশের রাজনৈতিক প্রগতি ও জনগণের আর্থসামাজিক উন্নয়নে সহযোগিতা ও সহায়তা অব্যাহত রাখবে। আমরা আরও প্রত্যাশা করব যে, জাতিসংঘের কর্মকর্তারা পক্ষপাতহীনতা, সততা ও বস্তুনিষ্ঠতার সর্বোচ্চ মানদণ্ড মেনে চলে সংস্থাটির গ্রহণযোগ্যতা ও সম্মান অক্ষুণ্ণ রাখবে। যদি তাদের প্রতিবেদনগুলোতে ভুল তথ্য ও বস্তুনিষ্ঠতার অভাব থাকে এবং এগুলো যদি উপাত্ত-নির্ভর না হয়, তাহলে তারা তাদের গ্রহণযোগ্যতা হারাতে পারে, যা সংস্থাটির সামগ্রিক প্রক্রিয়ার প্রতি এক অশনিসংকেত হিসেবে বিবেচিত হতে পারে।
জাতিসংঘকে শেখ হাসিনার অধীন করে দেয়া হোক। তাহলে ওখান থেকে আর কোনো ষড়যন্ত্র হবে না।
ওনারা কোন বলে ক্ষমতায় আছেন?
Ataur Rahman Right
চাপা চাপি করে লাব নেই
Media: https://scontent-ord5-2.xx.fbcdn.net/v/t39.1997-6/106823040_953856961743328_2605604044035726523_n.png?_nc_cat=1&ccb=1-7&_nc_sid=fc3f23&_nc_eui2=AeGnVRVYwGDpdcoYWNeatgoo3BQOoHLms0PcFA6gcuazQ-VUsAAmrYq2pTK4Tqu_EeFOb60Jt1wI7zmLq8zckuUO&_nc_ohc=I1-gazbSS30AX9mswMT&_nc_ht=scontent-ord5-2.xx&edm=AOerShkEAAAA&oh=00_AfCcYeH3xdouf3NEv0_bAFIzz2hjwCPsWSllyQ9BYdmKAQ&oe=657AFAC5
😥😥😥
দেশে সঠিক বিচার না থাকলে বিদেশিরা হস্ত খেপ করবে। সেই সুযোগ আপনারা দিয়েছেন
Imran Hasan Nannu Yes
পদত্যাগ কর
Tai?!??
Omlegue is cancer of Bangladesh
ওমা ভোট ডাকাতেই কি কয় অযৌক্তিক অভিযোগ।
যেখানে তোমাদের মত ভোট চোর গণতন্ত্র হত্যা কারি আছে এমনি হবে
দেশে আইনের শাসন ধ্বংস করে দিয়েছেন আপনারা সাধারণ মানুষের জান মালের কোন নিরাপত্তা নেই
জনগনের ভোটের অধিকার, বাক সাধিনতা, দুর্নীতি দমন,মানবাধিকার, গনতন্ত্র উদ্ধার, দেশের টাকা লুটপাট বন্ধ চেষ্টা করা,গুম,খুন,বন্ধ করা অবৈধ ভাবে খমতায থাকা,বিএনপি কে জেলে রেখে নিজের দল নিয়ে নির্বাচন এর নামে পুতুল খেলা, এর বিরুদ্ধে কথা বললে অযৌক্তিক।আর আপনারা বিনা ভোটের মনএি খুব যৌক্তিক।
আমার ভোটের অধিকার ফিরত চাই
এবার আর আওয়ামী লীগের জানোয়ারদের জুতা পেটা মাফ নাই।
আপনার কাছে যা অযৌক্তিক সেটা অনেকের কাছে খুবই যৌক্তিক। অন্তত আমি আনহ্যাপি হবো না 🫣
ফেসিবাদ নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক
Mor.kuttar.bascha.
বিচার বিভাগ কুলশিত শিক্ষা অংগন কুলশিত, জনগণের অধিকার হর্ন,লুটপাট চাঁদাবাজি গুম খুন দুর্নীতি হচ্ছে আবার বলে অযৌক্তি,
অযোক্তিক নয় সবই যুক্তিক অবাদ নির্বাচন দিয়ে নির্বাচিত হয়ে সরকার চালান ঘরে বাহিরে কেউ চাপ দিতে আসবে না জনাব।
আপনি প্রথম থেকে সোচ্চার ও সচেতন থাকলে আমেরিকা এ ধরনের অযাচিত চাপ প্রয়োগ করতে সাহস পেতো না বলে মনে করি। এ জন্য আপনার নতজানু পররাষ্ট্র নীতিই দায়ী।
Humayun Kabir নিজের পায়ে শক্তি না থাকলে যা হয়।
তরাই গেছে।
মাদার CO দ মার্কা পররাষ্ট্রমন্ত্রী
ফেসিবাদ নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক
Apner korhy chap dilo deklam na to
কান্না সামনে আসবে ইনশাআল্লাহ।
কাকু ভয় পাবেন না, পাশে নরেন্দ্রমোদী আছে
আধার রাতের মুসাফির toley toley gou muth achey
Distrub….
Already we are trying to night vote.
বোট চোর বলে কি
সুষ্ঠু নির্বাচন চাওয়াই অযৌক্তিক।
কুলাংগার বাচ্চা আলগা মবিল জনগণকে অজথায় গুম খুন। বিরুদ্ধি দল রাজনৈতিক করা লোক না পেয়ে মা অথচ বউ কে শাশুড়ী কে গেপ্তার করে কোন দেশে আছে সৈরাচার জুলুম আইন
oboido Sorkar podotiyag korey niropekko totta bodaiyok sorkarer bebosta koren. Gum khun ojotha jail julum o police leaguer hoirani bondo koren voter odikar pireye den kotha bolar sadhinota den dekben kuno chap nai.
যখন জাতিসংঘ বলে বা আসে সমাধান করতে,তখন তাঁদের মূল্যায়ন করেন না।ইউরোপ,আমেরিকা নিজ দায়িত্বে বলল বা আসল তাঁদের দেখে হাসাহাসি করলেন।বিএনপি আন্দোলন করলে হয় অপরাজনীতি।আপনারা কি করার বাকি রাখছেন??,শুধু দেশটাকে নিজেদের নামে রেজিষ্ট্রেশন করা ও ধব্বংশ ছাড়া??এখন মায়া কান্না করছেন,দেশটাকে ধব্বংশের দারপ্রান্তে পৌছে দিয়ে।
স্বৈরাচার নিপাত যাক গনতন্ত্র মুক্তি পাক।
জয় বাংলা আর কোন রাস্তা পাইবা না বহুত জুলুম করছো
আলগা মোমিন
বাংলাদেশে জাতিসংঘের সেনাবাহিনীর জরুরী মোতায়েন করা হউক , বাংলাদেশের জনগণকে রক্ষা করার জন্য আবেদন করছি
ওরা যতই চাপুক আপনারা মোড়ামুড়ি করে সহ্য করে নিবেন।
অভিযোগ প্রমাণিত
অভিযোগ প্রমাণিত
জাতিসংঘ বাংলাদেশের প্রধানমন্ত্রী চালাতে পারে না উনি তো অনেক পাওয়ারফুল সুতরাং জাতিসংঘের দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেই তো হয়
জাতিসংঘের মুখপাত্র বলেছেন সে এই চিঠির ব্যাপারে কিছু জানেনা
আলগা মোমেন এখোনো তো কিছু হয় নাই হাটুতে তেলদে
চোর যখন চুরি করে ধরা পড়ে সাধারণ মানুষের কাছে বা পুলিশের কাছে তখন বলে আমি চুরি করি নাই খামাখা আমার উপরে মিথ্যা অপবাদ দিচ্ছেন এমটাই হয়েছে
ভোট চোর মুক্ত বাংলাদেশ চাই
চাপাবাজী করো চাপ চলে যাবে তলে তলে লুংগি ছিঁড়ি গেইয়ে দিয়ে দৌড় সেলফি তুলতে
তারমানে, চাপ যে আসছে সেটা তারা স্বীকার করেই নিচ্ছেন।
Chap er kaj korle to chap ashbei 🙆🙆
দেশকে ভালবাসলে নিরপেক্ষ সরকার কে ক্ষমতা দিন আপনারা ভালো থাকবেন দেশ ভালো থাকবে
বাংলাদেশের মানুষের উপড় জালিমের জুলুম ও নির্যাতন হচ্ছে !!! জাতিসংঘ কোন ভাবেই যেন ছাড় না দেয় ৷
ভোট চোরদের লজ্জা শরম কিছুই নেই।
অযৌক্তিক চাপ নয় ঠিক আছে নিরপেক্ষ নিবাচন চাই
ভয় পেও না সামনে বাঁশ
জাতিসংঘ বেশি পাক পাক করলে তাদের কে স্যাংসন দিন।।।। আওয়ামী লীগ জাতিসংঘের চাইতে শক্তি শালি।।।। তা ই না কাকু।।।।। ।।। তোমরা ভোট চুরি করবা।।। সবাই চুপ থাকবে।।। তা হলে সপ ভালো।।
বরশি ছিফ জেমন। 🐟 পাবেন তেমন
Sagol
জয় বাংলা
অযৌক্তিক কেন?
এইসব পাগল ছাগলের জন্য চেষ্টা ধ্বংস হয়ে যাচ্ছে
শৈরাচারের বিদায় জাতিসংঘের যে কোনো পদক্ষেপ এই দেশের সাধারণ জনগণ সমর্থন করবে
আওয়ামী লীগ এখন অনেক কিছু বলবে কারণ এমনিই বিদেশি চাপ তার উপর আবার দেশী চাপ, এতো চাপ থাকলে একটু ভুলভাল হতেই পারে !
সালার পুত মার খাওয়ার কোন বয়স নাই।
এরা হচ্ছে চরিত্রহীন, যারা ২০১৪, ১৮ এবং ২৪ এর ভোটাধিকার হরণের নির্বাচনের পক্ষে কথা বলে।
পতিতা যেমন খরিদদারের কাছে কাপড় খুলতে দিধা করেনা, তেমনই করে আজকের এসব সুশীলদের টাকার বিনিময়ে বিবেক বিক্রি করতে লজ্জা পায়না।
যৌক্তিক কথা বলেচ
মিলিয়ে পদত্যাগ কর তাহলে অবশ্যই নিষেধাজ্ঞা উঠে যাবে ।
জয় বাংলা,
যারা চাপ দেয়,তারাই জাতিসংঘ চালায়।
আধুনিক বিশ্বে একটা সৈরাচার সরকার যখন টানা দুবার ক্ষমতা দখল করে আবারো জনগণের ভোট ছাড়া ক্ষমতায় আসতে চায়,নিজেকে আবার গনতান্ত্রিক নেতা বলে পরিচয় দেয়, গুম খুন অপহরণ বিচারবহির্ভূত হত্যা সহ নানা অপরাধের জন্য সরাসরি সরকারের উপর নিষেধাজ্ঞা আসা উচিত।
Pagol chagol tu tai koy jonogoner odhikar nosto kore
রাবিশ স্বামী স্ত্রীর মতন সম্পর্ক হয়ে ও ভারত যে পেঁয়াজের উপর নিষেধাজ্ঞা দিল কিছু করতে পারছেন খালি আমেরিকা আমেরিকা ভোট চোর ।
আপনি এ ভাবে বললে আমরা ভয় পাই কারন আমরা হার্টের রোগী।
সহমত
যৌতিক চাপ,ভারত মনেোনিত নীশি রাতের ভোট চোর আওয়ামী লীগ সরকারের দল
বারবার ভোটছাড়া মন্রী হইয়া তোমার ঘালের রুছি ছাড়তে পারতছনা
Complaint against the US 🇱🇷 in the United Nations – 7 January ’24 🇧🇩 Why shouldn’t Peter Haas be in the “monitoring cell” for fair, free and participatory elections?
চাপ একদম যৌক্তিক তবে পরিমানে কম।