ক্রিকেটখেলা

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সুখবর পেলেন সাকিব আল হাসান

নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন সাকিব। সিরিজের বাংলাদেশের শেষ দুই ম্যাচে টানা দুই ফিফটি হাঁকিয়েছিলেন তিনি। আর তাতেই আফগান অধিনায়ক নবিকে পেছনে ফেলে বিশ্বকাপের আগে অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছেন তিনি।

আইসিসির হালনাগাদ র‍্যাংকিং অনুযায়ী, সাকিবের রেটিং পয়েন্ট এখন ২৬৬। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া নবির রেটিং পয়েন্ট ২৪৬ এবং ১৮৮ রেটিং পয়েন্ট নিয়ে তিনে ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। নামিবিয়ার জেজে স্মিট চার ধাপ এগিয়ে উঠে এসেছেন চতুর্থ স্থানে এবং চার ধাপ এগিয়ে সপ্তম স্থানে জায়গা করে নিয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

টি-টোয়েন্টি রাংকিংয়ে ব্যাটারদের তালিকায় আগের মতোই শীর্ষে আছেন পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও হেসেছে তার ব্যাট। আর তাতে রেটিং পয়েন্ট বেড়েছে তার (৮৬১ পয়েন্ট)। ৮৩৮ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ভারতের সূর্যকুমার যাদব। আর তিনে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (৮০৮ রেটিং পয়েন্ট)। এবারের বিশ্বকাপে শীর্ষস্থান দখলের লড়াইয়ে নামবেন এই তিন ব্যাটার।

Back to top button