বিনোদন

কৌতুক অভিনেতা “আবু হেনা রনি” দগ্ধ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীতে গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনি দগ্ধ হয়েছেন।

এসময় দগ্ধ ও আহত হয়েছেন আরও ৪ জন।বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনি দগ্ধ আরএমও আরও জানান, আবু হেনা রনি সবচেয়ে বেশি দগ্ধ হয়েছেন। তার শরীরের ২৫-৩০ শতাংশ দগ্ধ হয়েছে।সেখানে থাকা পুলিশ সদস্যরা আহতদের নিয়ে হাসপাতালের দিকে চলে যান।জেলা পুলিশ লাইন্সে শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি ও মিডিয়া) আবু সায়েম নয়ন।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রফিকুল ইসলাম জানান, ৫ জনকে হাসপাতালে আনা হয়েছিল।

আশঙ্কাজনক অবস্থায় আবু হেনা রনিসহ ৩ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।ঘটনার সময় সেখানে ছিলেন এই প্রতিবেদক। সেখানে কিছু গ্যাস বেলুন রাখা ছিল ওড়ানোর জন্য। কোনো ত্রুটির কারণে বেশ কয়েকবার চেষ্টা করার পরও যখন সেগুলো ওড়াতে ব্যার্থ হন স্বরাষ্ট্রমন্ত্রী।

এরপর সেগুলো নিয়ে যাওয়া হয় অনুষ্ঠানের উদ্বোধন মঞ্চের পেছনে।কিছুক্ষণ পর স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্য অতিথিরা অনুষ্ঠানের মূল মঞ্চের দিকে চলে যান। এর পরই বিস্ফোরণের শব্দ শোনা যায়। উদ্বোধন মঞ্চের পেছনে গিয়ে দেখা যায় সবগুলো বেলুনই বিস্ফোরিত হয়ে চারদিকে ছড়িয়ে আছে। নিচে লুটিয়ে পড়ে আছেন আহতরা।

আহতদের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পাঠানো হয়।

বাংলা ম্যাগাজিন /এনএইচ

Back to top button