এশিয়া কাপ টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। মুজিব-রশিদের ঘূর্ণিতে ৫ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ।
দলীয় ৫৩ রানের মাথায় ৫ উইকেট হারিয়েছে টাইগাররা।এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২ ওভার শেষে ৫ উইকেটে ৬৫ রান।শারজাহতে টস জিতে ঝড়ো শুরু করলেও আফগান স্পিনার মুজিবুর রহমান ও রশিদ খানের বলে কুপোকাতা হন সাকিব বাহিনী।
মুজিব-রশিদের ঘূর্ণিতে একে একে বিদায় নিয়েছেন ওপেনার নাঈম শেখ, এনামুল বিজয়, অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও আফিফ হোসেন।
তাদের মধ্যে সর্বোচ্চ ১২ রান আসে আফিফের ব্যাট থেকে।আফগানদের পক্ষে মুজিবুর রহমান তিনটি ও রশিদ খান দুটি উইকেট লাভ করেন।
বাংলা ম্যাগাজিন /এনএইচ
কি আনন্দ আফগানী জিতবে
কি আনন্দ আফগানী জিতবে
বিপদের কিছু নাই।। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলেন এক একটা প্লেয়ারকে 2 কোটি করে বেতন দিতে।। কোন উন্নতি নাই ক্রিকেটের।। পারে শুধু খালাতো ভাই জিম্বাবুয়ের সাথে আর মামাতো ভাই হংকং এর সাথে।। মাঝে মাঝে তালাত ভাই পাপুয়ানিউগিনি সাথে ও খেলাধুলা খেলে
বিপদের কিছু নাই।। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলেন এক একটা প্লেয়ারকে 2 কোটি করে বেতন দিতে।। কোন উন্নতি নাই ক্রিকেটের।। পারে শুধু খালাতো ভাই জিম্বাবুয়ের সাথে আর মামাতো ভাই হংকং এর সাথে।। মাঝে মাঝে তালাত ভাই পাপুয়ানিউগিনি সাথে ও খেলাধুলা খেলে