সিরাজগঞ্জে শ্বশুর বাড়িতে জামাতাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
সিরাজগঞ্জের এনায়েতপুরের ভাঙ্গাবাড়িতে শ্বশুর বাড়িতে জামাইকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। নিহত সাইদুল ইসলাম (৩৫) বারুপুর গ্রামের বেল্লাল হোসেনের ছেলে। এ ঘটনার পর শ্বশুরবাড়ির লোকজনকে পাওয়া যায়নি।
নায়েতপুর থানার ওসি আনিসুর রহমান জানান, আমরা ঘটনাটি জানতে পেরে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর হত্যার রহস্য জানা যাবে।
নিহতের চাচী চাম্পা খাতুন অভিযোগ করে জানান, গত প্রায় ১২ বছর আগে এনায়েতপুর থানার বারুপুরের হোসেনের ছেলে তেল ব্যবসায়ী সাইদুল এর সাথে ভাঙ্গাবাড়ী গ্রামের রায়হান আলীর মেয়ে ফতেমা খাতুনের বিয়ে হয়। ৬ বছরের সংসার জীবনে দুই সন্তান জন্মের পর সাইদুল মালয়েশিয়া চলে যায়।
এরপর ফতেমা বাবার বাড়িতে থাকতে থাকে। একপর্যায়ে সে পরকীয়ায় আসক্ত হয়। যে কারণে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে । গত কোরবানির ঈদের আগে দেশে ফিরলে তারা নতুন করে আবার সংসার শুরু করে। শ্বশুর বাড়িতেই থাকে সাইদুল । তবে পারিবারিক কলহ অব্যাহত থাকে।
গত বুধবার রাতে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে আবারো বিবাদ শুরু হয়। একপর্যায়ে ফতেমা খাতুন বাড়ির লোকজন মিলে তাকে শ্বাসরোধে হত্যার পর বৃহস্পতিবার ভোররাতে বাড়ির বাইরে আম গাছের ডালের সাথে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখে। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।