অর্থ ও বাণিজ্য

যে ১৩ টি কোম্পানির ক্যাশ ফ্লো কমেছে জ্বালানি খাতে

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২৩টি কোম্পানির মধ্যে কার্যকরি নগদ প্রবাহ(এনওসিএফপিএস) বা ক্যাশ ফ্লোকমেছে ১৩টি কোম্পানির।

কোম্পানিগুলোর সর্বোচ্চ ৯৩.৬৩ শতাংশ থেকে সর্বনিন্ম ২০.৮৪ শতাংশ পর্যন্ত ক্যাশ ফ্লো কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।এছাড়াও, আলোচ্য সময়ে ক্যাশ ফ্লো বেড়েছে ৪টি কোম্পানির। আর ক্যাশ ফ্লো পজেটিভ থেকে নেগেটিভ হয়েছে পাঁচ কোম্পানির। বাকি একটি কোম্পানি আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। আর্থিক প্রতিবেদন প্রকাশ না করা কোম্পানিটি হচ্ছে বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস লিমিটেড।ক্যাশ ফ্লো কমে যাওয়া এই ১৩টি কোম্পানির মধ্যে রয়েছে ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি, এনার্জিপ্যাক পাওয়ার, জিবিবি পাওয়ার, ইন্ট্রাকো রিফুয়েলিং, যমুনা অয়েল, খুলনা পাওয়ার, লিন্ডে বিডি, লুব-রেফ বাংলাদেশ, এমজেএল, পাওয়ার গ্রিড, শাহজিবাজার পাওয়ার, সামিট পাওয়ার এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

জিবিবি পাওয়ার: কোম্পানিটির তিন প্রান্তিকে বা নয় মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১৪ পয়সা, গত বছরে যার পরিমাণ ছিল ২ টাকা ২১ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলোনায় কোম্পানিটির ক্যাশ ফ্লো কমেছে ২ টাকা ০৭ পয়সা বা ৯৩.৬৩ শতাংশ।

খুলনা পাওয়ার: কোম্পানিটির তিন প্রান্তিকে বা নয় মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ২ টাকা ৮০ পয়সা, আগের বছরে যার পরিমাণ ছিল ৭ টাকা ৬১ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলোনায় কোম্পানিটির ক্যাশ ফ্লো কমেছে ৪ টাকা ৮১ পয়সা বা ৬৩.২০ শতাংশ।

শাহজিবাজার পাওয়ার: কোম্পানিটির তিন প্রান্তিকে বা নয় মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৩ টাকা ৯৮ পয়সা, আগের বছরে যার পরিমাণ ছিল ৮ টাকা ৯৩ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলোনায় কোম্পানিটির ক্যাশ ফ্লো কমেছে ৪ টাকা ৯৫ পয়সা বা ৫৫.৪৩ শতাংশ।

লুব-রেফ: কোম্পানিটির তিন প্রান্তিকে বা নয় মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ২ টাকা ৫২ পয়সা, আগের বছরে যার পরিমাণ ছিল ৫ টাকা ৫৯ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলোনায় কোম্পানিটির ক্যাশ ফ্লো কমেছে ৩ টাকা ০৭ পয়সা বা ৫৪.৯১ শতাংশ।

যমুনা অয়েল: কোম্পানিটির তিন প্রান্তিকে বা নয় মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৪২ টাকা ৭৭ পয়সা, আগের বছরে যার পরিমাণ ছিল ৮৭ টাকা ৬৭ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলোনায় কোম্পানিটির ক্যাশ ফ্লো কমেছে ৪৪ টাকা ৯০ পয়সা বা ৫১.২১ শতাংশ।

ইউনাইটেড পাওয়ার: কোম্পানিটির তিন প্রান্তিকে বা নয় মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৮ টাকা ৬৬ পয়সা, আগের বছরে যার পরিমাণ ছিল ১৬ টাকা ৭৫ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলোনায় কোম্পানিটির ক্যাশ ফ্লো কমেছে ৮ টাকা ০৬ পয়সা বা ৪৮.২৯ শতাংশ।

সামিট পাওয়ার: কোম্পানিটির তিন প্রান্তিকে বা নয় মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৪ টাকা ০৩ পয়সা, আগের বছরে যার পরিমাণ ছিল ৬ টাকা ৫১ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলোনায় কোম্পানিটির ক্যাশ ফ্লো কমেছে ২ টাকা ৪৮ পয়সা বা ৩৮.০৯ শতাংশ।

লিন্ডে বাংলাদেশ: কোম্পানিটির দুই প্রান্তিকে বা ছয় মাসে (জানুয়ারি-জুন’২২) শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ২৯ টাকা ৯৯ পয়সা, আগের বছরে যার পরিমাণ ছিল ৪৬ টাকা ০১ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলোনায় কোম্পানিটির ক্যাশ ফ্লো কমেছে ১৬ টাকা ০২ পয়সা বা ৩৪.৮১ শতাংশ।

ইন্ট্রাকো রিফুয়েলিং: কোম্পানিটির তিন প্রান্তিকে বা নয় মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ার প্রতি ক্যাশ দাঁড়িয়েছে ১ টাকা ০২ পয়সা, আগের বছরে যার পরিমাণ ছিল ১ টাকা ৫৪ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলোনায় কোম্পানিটির ক্যাশ ফ্লো কমেছে ৫২ পয়সা বা ৩৩.৭৬ শতাংশ।

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই: কোম্পানিটির তিন প্রান্তিকে বা নয় মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৭ টাকা ২১ পয়সা, আগের বছরে যার পরিমাণ ছিল ১০ টাকা ৮৪ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলোনায় কোম্পানিটির ক্যাশ ফ্লো কমেছে ৩ টাকা ৬৩ পয়সা বা ৩৩.৪৮ শতাংশ।

এনার্জিপ্যাক পাওয়ার: কোম্পানিটির তিন প্রান্তিকে বা নয় মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৭ টাকা ৯২ পয়সা, আগের বছরে যার পরিমাণ ছিল ১১ টাকা ৭১ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলোনায় কোম্পানিটির ক্যাশ ফ্লো কমেছে ৩ টাকা ৭৯ পয়সা বা ৩২.৩৬ শতাংশ।

এমজেএল: কোম্পানিটির তিন প্রান্তিকে বা নয় মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৩ টাকা ৮৪ পয়সা, আগের বছরে যার পরিমাণ ছিল ৫ টাকা ৩০ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলোনায় কোম্পানিটির ক্যাশ ফ্লো কমেছে ৩ টাকা ৪৬ পয়সা বা ২৭.৫৪ শতাংশ।

পাওয়ার গ্রিড: কোম্পানিটির তিন প্রান্তিকে বা নয় মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১০ টাকা ২৯ পয়সা, আগের বছরে যার পরিমাণ ছিল ১৩ টাকা। অর্থাৎ আগের বছরের তুলোনায় কোম্পানিটির ক্যাশ ফ্লো কমেছে ২ টাকা ৭১ পয়সা বা ২০.৮৪ শতাংশ।

Back to top button