প্রধানমন্ত্রী ফিনল্যান্ড পৌঁছেছেন
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে দুই সপ্তাহের সফরে নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরের অংশ হিসেবে ফিনল্যান্ড পৌঁছেছেন তিনি। স্থানীয় সময় বিকেল ৩ টা ৩৬ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি হেলসিংকিতে অবতরণ করে। এ সময় ফিনল্যান্ডের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
ফিনল্যান্ডে বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান রাষ্ট্রদূত। হেলসিংকিতে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে শেখ হাসিনা সফরকালীন আবাসস্থল হেলসিংকির হোটেল ক্যাম্পে যান। দুদিনের যাত্রা বিরতি শেষে রবিবার বিকালে নিউ ইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
আগামী রোববার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় হেলসিংকির ভানতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট বিজি-১৯০২ যোগে নিউইর্য়কের উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী।
এর আগে নিউইর্য়কে জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা ২৩ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৯০১ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী।
মহামারির মধ্যে ১৯ মাস পর এটাই তার প্রথম বিদেশ সফর। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে তিনি ইতালি সফরে গিয়েছিলেন।