প্রীতিলতা বেশে আবারও ক্যামেরার সামনে ফিরছেন পরীমনি
পরীমনি ফিরছেন তার আপন রূপে । সম্প্রতি ব্যক্তিগত জীবনে তিনি বেশ কিছু ঝড়ের সম্মুখীন হয়েছিলেন। সেই সময় তিনি ভেঙে পড়েননি এবং চেষ্টা করেছেন ঘুরে দাঁড়ানোর। এরই ফলশ্রুতিতে এবার তিনি ফিরছেন তার আপন রূপে। যেমন আগামী ১০ আগস্ট থেকে শুরু হচ্ছে তার সিনেমার শুটিংয়ে । এটারই ইঙ্গিত পাওয়া গেল তারই একটি ফেসবুক পোস্টে। গতকাল পরীমনি তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন। যেখানে তিনি ক্যামেরাবন্দী হয়েছেন নির্মাতা রাশিদ পলাশ ও লেখক গোলাম রাব্বানীর সঙ্গে। ছবিগুলোর সূত্র ধরে জানা যায়, শিগিরই শুরু হতে যাচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং।
নির্মাতা রাশিদ পলাশ জানিয়েছেন, চট্টগ্রামের কয়েকটি লোকেশন দেখে এসেছেন তারা। সব কিছু ঠিক থাকলে আগামী ১০ আগস্ট থেকে সেখানে শুরু হবে ‘প্রীতিলতা’র কাজ। সে বিষয়েই নায়িকার সঙ্গে বৈঠক করেছেন। এদিকে, ‘প্রীতিলতা’ নির্মিত হচ্ছে ব্রিটিশবিরোধী আন্দোলনের শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারকে ঘিরে। এর চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। নাম ভূমিকায় অভিনয় করছেন পরীমনি। এতে কিংবদন্তি শিল্পী কবীর সুমনের কণ্ঠে একটি গান থাকছে।
উল্লেখ্য, পরীমনিকে সবশেষ দেখা গেছে তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’ সিনেমায়। সিনেমাটি মুক্তি পায় গত মার্চে। এতে তার সঙ্গে ছিলেন জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, রওনক হাসান প্রমুখ। সিনেমাটির জন্য পরীমনি প্রায় এক বছর প্রস্তুতি নিয়েছেন। প্রীতিলতাকে ভালোভাবে জানার চেষ্টা করেছেন পরীমনি, এজন্য করতে হয়েছে পড়াশোনাও।
‘প্রীতিলতা’ প্রযোজনা করছে ইউফোরসি লিমিটেড। ছবির সঙ্গে যুক্ত আছে প্রীতিলতা ট্রাস্ট। ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। পোশাক পরিকল্পনায় আছেন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল।
এ চলচ্চিত্রের গানে কণ্ঠ তুলেছেন পশ্চিমবঙ্গের শিল্পী কবীর সুমন।