জীবন-যাপন

বেশি সংসার ভাঙছে খুলনার দম্পত্তিদের, অবিবাহিতদের হার বেশি সিলেটে

সময়ের সঙ্গে সঙ্গে দেশে বিবাহিতদের সংখ্যা বেড়েছে। পাশাপাশি বেড়েছে দাম্পত্য বিচ্ছেদসহ বিধবার সংখ্যাও।

সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স (এসভিআরএস) ২০২২-এর এক প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে দেখা গেছে, খুলনার নারীদের সংসার ভাঙছে বেশি। অন্যদিকে অবিবাহিতদের হার বেড়েই চলেছে সিলেট বিভাগে।
এ প্রতিবেদন অনুযায়ী, দেশে বর্তমানে তালাক, দাম্পত্য বিচ্ছেদের হার বেড়ে হয়েছে সাত দশমিক ৪ শতাংশ। পুরুষের তুলনায় তালাক ও বিচ্ছেদের পথে বেশি এগিয়েছেন নারীরা।
এসভিআরএস প্রতিবেদনে বিভাগভিত্তিক হিসাবে দেখা যায়, ২০২২ সালে সবচেয়ে বেশি তালাক ও দাম্পত্য বিচ্ছিন্নের পথে এগিয়েছেন খুলনা বিভাগের নারীরা। এছাড়া বিবাহিত মানুষের হার বেড়েছে। বর্তমানে দেশের প্রাপ্তবয়স্ক বিবাহিত নারী-পুরুষের হার ৬৩ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে, দেশে ২৮ দশমিক ৭ শতাংশ মানুষ বিয়ের বয়স হওয়ার পরও বিয়ে করেননি বলে জানা গেছে।
সিলেট বিভাগে অবিবাহিত মানুষের হার সবচেয়ে বেশি। এ বিভাগে প্রাপ্ত বয়স্কদের মধ্যে ৫৭ দশমিক ৮৩ শতাংশ পুরুষ ও ৪৪ দশমিক ৯১ শতাংশ নারী বিয়ে করেননি। এছাড়া বয়স হওয়ার পরও বিয়ে না করার ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগ দ্বিতীয় অবস্থানে। এ বিভাগের ৫৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ এখনো বিয়ে করেননি।
কারণ: আত্মমর্যাদা বোধ ও অহংবোধে পীড়িতরা সমঝোতা করে চলতে চায় না। তখন তারা বিচ্ছেদের কথায় চিন্তা করে। এই পথটাকেই সঠিক পথ ধরে নেয়। সমাজের মধ্যে অস্থিরতা বিরাজমান এই সমীক্ষাতে তাই প্রমাণ করে। সমাজে এখন আর কোন সুস্থির আদর্শ বিরাজমান নেই বা মানুষের আত্মোপলব্ধি বা আত্মমূল্যায়নের বোধ ও পরিবেশ নেই। সমাজ মূল্যায়নটাও জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button