ভারতীয় অভিনেত্রী অনাবৃত শরীরে দোল উৎসবে

দোল উৎসবে গোটা ভারত মেতে উঠেছিল। দেশটির বিনোদন অঙ্গনের তারকারা জমিয়ে খেলেছেন রঙ। তবে সবাইকে ছাপিয়ে আলোচনায় এখন ‘বিগ বস’ খ্যাত সুন্দরী আকাঙ্খা পুরী। ঊর্ধ্বাঙ্গ অনাবৃত করে রঙ খেলেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

দোলের দিন আবির রঙয়ে রাঙা হয়ে এ অভিনেত্রী নিজেকে মেলে ধরেছেন সামাজিক মাধ্যমে। সেখানে দেখা গেছে তার অনাবৃত সৌন্দর্যের ঝলক। তিনটি ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। তাতেই যেন ছ্যাঁকা খাচ্ছেন নেটিজেনরা। কেননা ছবিগুলোতে দেখা গেছে তার উর্ধাঙ্গে কোনও পোশাক নেই। সেই অবস্থাতে ক্যামেরার সামনে দিয়েছেন পোজ। ছবি দেখে কেউ করেছেন প্রশংসা, কেউ আবার নিন্দায় মুখর হয়েছেন।

আকাঙ্ক্ষা কর্মজীবন শুরু করেছিলেন বিমানকর্মী হিসেবে। অল্প কিছুদিন ছিলেন চাকরিতে। এরপর নাম লেখান সিনেমায়। শুরুটা হয়েছিল তামিল ছবি ‘অ্যালেক্স পান্ডিয়ান’-এর মাধ্যমে। হিন্দি ছবি ‘ক্যালেন্ডার গার্লস’-এও দেখা গিয়েছিল তাকে।

তবে আকাঙ্ক্ষা পরিচিতি পান বিগ বসের মাধ্যমে। বিতর্ক দিয়ে নাম ছড়িয়েছিলেন তিনি।

বিগ বসের আরেক প্রতিযোগী জাদ হাদিদকে চুম্বন করে নজর কেড়েছিলেন। সমলিঙ্গের হাদিদকে চুম্বন করে নিন্দিত হয়েছিলেন আকাঙ্ক্ষা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button