প্রথমবারের মতো বিশ্বসুন্দরী (মিস ইউনিভার্স) প্রতিযোগিতায় সৌদি আরবের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এক মডেল। আগামী সেপ্টেম্বরে মেক্সিকোতে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
পুরস্কার বিজয়ী সৌদি মডেল রুমি আল-কাহতানি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তাঁর অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। ইনস্টাগ্রামে আল-কাহতানি আরবি ভাষায় লিখেছেন, ‘মিস ইউনিভার্স ২০২৪-এ অংশ নিতে পেরে আমি সম্মানিত।’
সৌদি পতাকা হাতে পোজ দেওয়া একটি ছবি যুক্ত করে রুমি আল-কাহতানি লিখেছেন, ‘মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এটি সৌদি আরবের প্রথম অংশগ্রহণ।’
রিয়াদে জন্মগ্রহণকারী এই মডেল এর আগে একাধিক সুন্দরী প্রতিযোগিতায় জিতেছেন। মিস আরব পিস, মিস প্ল্যানেট, মিস মিডল ইস্ট এবং আরও অনেক ইভেন্টে তিনি সৌদি আরবের প্রতিনিধিত্ব করেছেন।
ইনস্টাগ্রামে আল-কাহতানির ১০ লাখের বেশি ফলোয়ার রয়েছে।
বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে সৌদি আরবের ঐতিহ্যবাহী এবং স্থানীয়ভাবে ডিজাইন করা পোশাক পরতে দেখা গেছে।
সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন, আন্তর্জাতিক আয়োজনগুলোতে তিনি সৌদি আরবের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে চান।