নীলফামারীর কিশোরগঞ্জে ছাত্রীকে ধর্ষণ মাদ্রাসা শিক্ষকের

নীলফামারীর জেলার কিশোরগঞ্জ উপজেলায় ১৬ বছর বয়সী এক ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ নাজির উদ্দিন (৩৫) নামেক মাদ্রাসা শিক্ষককে বুধবার সকালে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত নাজির উদ্দিন বাজেডুমরিয়া এতিমখানা মাদ্রাসার শিক্ষক ও নীলফামারী সদর উপজেলার বেড়াডাঙ্গা গ্রামের আবদার আলীর ছেলে।

ভিকটিমের দাদি জানান, তাদের গ্রামের এতিমখানায় নাজিম শিক্ষকতা করতেন ও পরিবারসহ ভাড়া বাসায় থাকতেন। সোমবার (২৯ জানুয়ারি) সকালে ৯টায় ঘন কুয়াশায় তার নাতনি (১৬) মাদ্রাসায় যাচ্ছিল। পথিমধ্যে ওঁৎ পেতে শিক্ষক তাকে অপহরণ করে তার বাসায় নিয়ে যায়। স্ত্রী-সন্তান বাসায় না থাকার সুযোগে তাকে আটকে রেখে ধর্ষণ করে। বুধবার স্থানীয়রা ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্তকে সন্ধ্যায় পুলিশের হাতে দেন।

ভুক্তভোগী শিক্ষার্থী আবেগে আপ্লুত হয়ে জানান, ওই শিক্ষক তাকে জোরপূর্বক আটকে রেখে ধর্ষণ করেছে। তার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে ওই শিক্ষার্থী।

কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) এস এম শরীফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভিকটিমের বাবার করা মামলায় আসামিকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

একটি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button