সব ধরনের রপ্তানিতে নগদ সহায়তা কমিয়েছে সরকার। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ নির্দেশনা কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। এতে খাতভেদে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত সহায়তা কম পাবেন রপ্তানিকারকরা।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এফইপিডি) মো. সরোয়ার হোসেন স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়েছে, দেশের রপ্তানি বাণিজকে উৎসাহিত করার লক্ষে সরকার চলতি ২০২৩-২৪ অর্থবছরে ৪৩ খাতে প্রণোদনা বা নগদ সহায়তা প্রদান করছে। এবারও সকল খাতে প্রণোদনা দেওয়া হবে। তবে এ প্রণোদনার হার কমানো হবে।
কারণ হিসেবে বলা হয়েছে, ওয়ার্ড ট্রেড ওর্গানাইজেশন অনুযায়ী স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হলে কোনো রপ্তানিতে প্রণোদনা দেওয়া যাবে না। ২০২৬ সালে সল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উত্তরণ ঘটতে যাচ্ছে।
রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তা দানের প্রযোজ্য শর্তসহ সকল এফই সার্কুলার বা সার্কুলার পত্রের নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।