বিরোধীদের চক্রান্ত শেষ হয়নি: প্রধানমন্ত্রী

প্রবাসীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন,‘আর দোয়া করবেন, এখনও চক্রান্ত শেষ হয়নি। এখনও তারা আবার লাফালাফি করে। ইলেকশন বাতিল করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরও বিরোধীদের চক্রান্ত শেষ হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবনে মঙ্গলবার এক অনুষ্ঠানে প্রবাসীদের উদ্দেশে বক্তব্য দেয়ার সময় তিনি এমন মন্তব্য করেন।

অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তিতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে সরকারপ্রধান বলেন, ‘আমাদের প্রত্যেকটা পদক্ষেপ আমরা নিয়েছি দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে। কাজেই আমাদের ডিজিটাল ডিভাইস, কম্পিউটার এগুলোর শিক্ষা গ্রহণ করে আমাদের ছেলে-মেয়েরা যেমন এখন ফ্রিল্যান্সিং করছে, বয়স্ক প্রায় ছয় লক্ষ নব্বই হাজারের কাছাকাছি ছেলে-মেয়ে ঘরে বসেই বিদেশে কাজ করে অর্থ উপার্জন করতে পারে।

‘ভাষা শেখার জন্য মাতৃভাষা দিয়ে একটা অ্যাপ তৈরি করে দিয়েছি। এমনকি ওয়ার্কশপ এখন অনলাইনে। বাংলা উচ্চারণ, আরবি লেখা, ইংরেজি অর্থ, বাংলা অর্থ। এভাবেই কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে ছিয়ানব্বই সালে করে দিয়েছি।’

প্রবাসীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তা ছাড়া ৯টি ভাষা শেখানোর আমরা একটা অ্যাপ তৈরি করে দিয়েছি। এভাবেই কিন্তু আমরা নিজের দেশেই না, প্রবাসে যারা বসবাস করে, তাদের জন্য যাতে সুযোগ হয়, সে ব্যবস্থাটাও আমরা করেছি।

‘কাজেই আপনারা প্রবাসে থাকেন, বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করবেন। শান্তিতে থাকবেন। দেশের মানুষের যাতে কল্যাণ হয়, সেইভাবেই কাজ করবেন।’

তিনি বলেন, ‘আর দোয়া করবেন, এখনও চক্রান্ত শেষ হয়নি। এখনও তারা আবার লাফালাফি করে। ইলেকশন বাতিল করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে।

‘যাই হোক, একবার জনগণের ভোট পেয়েই আমরা সরকারে এসেছি। তাই জনগণের কল্যাণে আমরা কাজ করে যাব এবং বাংলাদেশ এগিয়ে যাবে।’

Exit mobile version