বিনোদন

কলকাতার পরিচালক মোশাররফ করিমকে প্রশংসায় ভাসালেন

আগামী ১৯ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে মোশাররফ করিম অভিনীত ‘হুব্বা’ নামের চলচ্চিত্র। টলিউডের এ ছবি একই দিন মুক্তি পেতে পারে বাংলাদেশেও। টলিউডের গুণী অভিনেতা ও পরিচালক ব্রাত্য বসু ছবিটি পরিচালনা করেছেন। নিজের ছবির অভিনেতা মোশাররফ করিমকে প্রশংসার বন্যায় ভাসালেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের পক্ষ থেকে ব্রাত্য বসুকে প্রশ্ন করা হয়-মোশাররফ করিমই আপনার প্রথম পছন্দ ছিল ‘হুব্বা’র চরিত্রে? আপনি যদি নিজেও এই চরিত্রে করতেন, খুবই মানাত। কী মনে করেন? মানে এই ধরনের চরিত্রে অভিনয় করতে ইচ্ছা করে?

জবাবে ‘হুব্বা’র পরিচালক বলেন, ‘মোশাররফই প্রথম পছন্দ ছিলেন। আমি তো ভালো পার্ট (চরিত্র) পেতে চাই। কিন্তু এখনো নিজের ছবিতে অভিনয়ে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করি না। কারণ, অনেক দায়িত্ব নিতে হয় পরিচালনায়। অভিনয় করতে গেলে, আমি যে পরিমাণ মনোযোগ দিয়ে বা খেটে একটা চরিত্র করি, সেটা থেকে বিচ্যুত হয়ে যাব তখন। অভিনেতা হিসাবে আমি পরিচালকের বাধ্য। আগে থেকে তৈরি হয়ে যাই, মনোঃসংযোগ করতে হয়, যখন আমি অভিনয় করি।’

তিনি বলেন, ‘ফ্লোরে (শুটিং ফ্লোর) গিয়ে সংলাপ চেয়ে নিয়ে অভিনয় করে দিলাম, আমি সেটা পারি না। ভবিষ্যতেও পারব না। ফলে অভিনয়ের প্রস্তুতি নিতে হয়, সেটা পরিচালনার কাজ সামলে করা মুশকিল এখনো। নিশ্চয়ই আমি কোনো না কোনো দিন পারব।’

ইন্দ্রনীল সেনগুপ্ত ও মোশাররফ করিমের ডুয়েল কেমন জমল ছবিতে?- এমন প্রশ্নের জবাবে ব্রাত্য বসু বলেন, ‘দুর্দান্ত। ইন্দ্রনীল অসাধারণ কাজ করেছে। পেশাদারত্ব, নিষ্ঠা কোন পর্যায়ে যেতে পারে- ইন্দ্রনীলের অভিনয় না দেখলে বোঝা যায় না। মোশাররফকে নিয়ে আলাদা করে কী বলব? উনি ইলেকট্রিফাইং, দুর্ধর্ষ! আর ইন্দ্রনীলের স্ত্রীর চরিত্রে পৌলমীও খুব ভালো করেছে। আর একজাঁক অভিনেতা আছেন, তাদের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। থিয়েটার অ্যাক্টররা কোন পর্যায়ে সিনেমার অভিনয়কে নিয়ে যেতে পারেন তার উদাহরণ– লোকনাথ, গম্ভীরা, অনুজয়, অশোক, সুমিত, সন্দীপন– এরকম আরও অনেকে।’

কেন্দ্রীয় অভিনেতা মোশাররফ করিমকে এখনো প্রচারে পাওয়া যাচ্ছে না কেন?, জানতে চাইলে ‘হুব্বা’র পরিচালক বলেন, ‘মোশাররফ করিম বাংলাদেশে থাকেন। সম্প্রতি তিনি চেন্নাইতে গিয়েছেন ছেলের চিকিৎসার জন্য। তবে শিগগিরই তাকে পাওয়া যাবে বলে আশা করছি।’

‘হুব্বা’ তো বাংলাদেশেও মুক্তি পাচ্ছে। সেটা কি ১৯ তারিখেই?- জবাবে ব্রাত্য বসু বলেন, ‘১৯ তারিখেই মুক্তি পাওয়ার কথা, প্রযোজনা সংস্থা তেমনটাই জানিয়েছে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button