যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মন্তব্য নিয়ে চিন্তিত নয় সরকার: মোমেন

বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের করা মন্তব্য নিয়ে চিন্তিত নয় সরকার, এমনটা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ‘এগুলো নিয়ে আমাদের চিন্তা নেই। জনগণ রায় দিয়েছে এবং অন্যান্য দেশ আমাদের সপক্ষে– যারা এসেছে তারা সবাই বলেছে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও সংঘাতবিহীন নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশনকে সবাই ধন্যবাদও দিয়েছে।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য মনে করে বাংলাদেশের জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। তবে একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহের বিষয়টিও তারা জানিয়েছে। ৭ জানুয়ারি নির্বাচনের পর পৃথক দুটি বিবৃতিতে দেশ দুটি তাদের অবস্থান জানায়।

মন্ত্রী বলেন, ‘আমরা খুব খুশি যে একটা অবাধ, সুষ্ঠু ও সংঘাতবিহীন নির্বাচন করেছি। জনগণ রায় দিয়েছে। এটি যথেষ্ট। আমাদের আর কিছু দরকার নেই। জনগণ নির্বাচনে গেছে প্রতিকূল পরিবেশে– এটিই বড় কথা। ভোট দেওয়ার অধিকার জনগণ আবার প্রতিষ্ঠা করেছে।’

Exit mobile version