ইয়াও ওয়েন জানান, দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে এগিয়ে নিতে ও পারস্পরিক আস্থা বাড়াতে চীনের নেতারা তার সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হওয়া ও আওয়ামী লীগের বিজয়ে দলের সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
গণভবনে সোমবার সকালে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করে চীনের নেতাদের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি। খবর ইউএনবির
ইয়াও ওয়েন জানান, দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে এগিয়ে নিতে ও পারস্পরিক আস্থা বাড়াতে চীনের নেতারা তার সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় এবং বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতা করতে চীন বাংলাদেশকে দৃঢ়ভাবে সমর্থন করবে। চীন বাংলাদেশকে ঐক্য ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে আরও সক্রিয় ভূমিকা পালনে সহায়তা করবে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত।
‘ভিশন ২০৪১’ এবং ‘সোনার বাংলা’র স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা করতে চীন প্রতিশ্রুতিবদ্ধ।
রোববার সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদের ভোট হয়। একটি আসনের প্রার্থীর মৃত্যুতে এবার ভোট হয়েছে ২৯৯ আসনে।
ভোটের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা জয়ী হন ১৮৯টি আসনে। ৬০টিতে জয়ী হন স্বতন্ত্র প্রার্থীরা। এ ছাড়া লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে লড়া জাতীয় পার্টির প্রার্থীরা ১১টি আসনে বিজয়ী হন।