ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে জোড়া বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক বিবৃতিতে আইএস দাবি করেছে, তাদের দুই সদস্য ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর কেরমানে কাসেম সোলাইমানির কবরস্থানের কাছে জড়ো হওয়া মানুষের মধ্যে জোড়া বিস্ফোরণ ঘটায়।
এর আগে তেহরান এই বিস্ফোরণের জন্য ‘সন্ত্রাসীদের’ দায়ী করে এবং প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে। রক্তক্ষয়ী এই বিস্ফোরণে নারী ও শিশুসহ শতাধিক নিহত এবং আহত হয়েছে।
ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর বিদেশি অভিযানের দায়িত্ব আল-কুদস ফোর্সের। কাসেম সোলাইমানি ছিলেন এই বাহিনীর প্রধান। তাকে অনেকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির ডানহাত ও ইরানের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে জানতেন।
২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদে যুক্তরাষ্ট্রের টার্গেট করা ড্রোন হামলায় নিহত হন কাসেম সোলায়মানি। সে সময় তার সঙ্গে ফোর্সের আরও কয়েকজন সামরিক সদস্য নিহত হয়।