জোর করে অন্য দেশে পাঠানোর পরিকল্পনা ফিলিস্তিনিদের
ফিলিস্তিনে অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় অভিবাসনের পরিকল্পনা করছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়কমন্ত্রী ইতামার বেন গাভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। তবে তাদের এ পরিকল্পনার কড়া সামলোচনা করেছে নেদারল্যান্ড ও সৌদি আরব। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের এ পরিকল্পনার সমালোচনা করে নেদারল্যান্ড তাদের সিদ্ধান্তকে কাণ্ডজ্ঞানহীন বলে সমালোচনা করেছে। দেশটি বলছে, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার যে কোনো আহ্বান বা ভূখণ্ডকে সীমিত করার পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে নেদারল্যান্ড। কেননা এরমধ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কোনো ভবিষ্যৎ নেই। একটি নিরাপদ ইসরায়েলের পাশাপাশি একটি কার্যকর ফিলিস্তিন রাষ্ট্রের ওপর জোর দিয়েছে তারা।
অন্যদিকে ইসরায়েলের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটি ইসরায়েলকে জবাবদিহিতার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার ওপর জোর দিয়েছে। এ ছাড়াও জর্ডানের বাদশাহ আবদুল্লাহ এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিও গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিতাড়নের জন্য ইসরায়েলের যে কোনো পদক্ষেপ প্রত্যাখ্যান করেছেন।
উল্লেখ্য গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। হামাসকে নির্মূলের নামে অব্যাহত হামলায় ফিলিস্তিনের ২২ হাজার ৬০০ মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া একের পর এক হামলায় ধসিয়ে দেওয়া হয়েছে গাজার বাড়িঘর। এমনকি এসব বাড়িঘর এমনভাবে হামলা করা হয়েছে যা পুরোপুরি মেরামতের অযোগ্য হয়ে পড়েছে। অন্যদিকে ফিলিস্তিনের হামলায় ইসরায়েলে এক হাজার ২০০ মানুষ নিহত হয়েছেন।
নিজের জন্ম ভূমি থেকে অন্য দেশে পাটাতে চায় দখল দার আল্লাহ পিলিস্তান এর জনগন কে হেফাজত করুন আমিন