বিএনপির সংবাদ: ৬ ও ৭ জানুয়ারি হরতাল ও পাঁচ নেতা বহিষ্কার
পাঁচ নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও টাঙ্গাইলের কালিহাতির ৫ নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। বহিষ্কৃত ৫ নেতা হলেন- রূপগঞ্জ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আলমগীর হোসেন, কাঞ্চন পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি দেওয়ান আবুল বাশার, রূপগঞ্জ উপজেলাধীন কায়েতপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোসলেম উদ্দীন মেম্বার ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, কালিহাতি উপজেলা বিএনপি’র মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. গিয়াস উদ্দিন। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
৬ ও ৭ জানুয়ারি হরতালের ডাক বিএনপির
ভোট বর্জনের আহ্বান জানিয়ে আগামী ৬ ও ৭ জানুয়ারি দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ৬ জানুয়ারি শনিবার ভোর ৬টা থেকে ৮ জানুয়ারি সোমবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো। এছাড়া ৫ জানুয়ারি শুক্রবার মিছিল ও গণসংযোগ কর্মসূচি পালন করবে।