আজ ফরিদপুরে শেখ হাসিনার জনসভা
জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ (সদর) আসনের নৌকার প্রার্থী শামীম হক বলেছেন, জনসভায় লক্ষাধিক লোক সমাগমের প্রস্ততি নেয়া হয়েছে। মঞ্চ তৈরিসহ অন্যান্য প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক সপ্তাহেরও কম সময় আগে ফরিদপুরে নির্বাচনি জনসভায় অংশ নেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে মঙ্গলবার দুপুরে এ জনসভা শুরু হবে। এতে বেলা তিনটায় উপস্থিত থাকার কথা রয়েছে শেখ হাসিনার।
এ জনসভায় ফরিদপুরের চারটি আসনে নৌকার প্রার্থীদের ভোটারদের সঙ্গে পরিচয় করে দেবেন আওয়ামী লীগ সভাপতি।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ (সদর) আসনের নৌকার প্রার্থী শামীম হক বলেছেন, জনসভায় লক্ষাধিক লোক সমাগমের প্রস্ততি নেয়া হয়েছে। মঞ্চ তৈরিসহ অন্যান্য প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে।
নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন বিভাগে জনসভায় অংশ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বছরের প্রথম দিন রোববার তিনি রাজধানীর কলাবাগানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেন।