আবারো তিন দিনের কর্মসূচি দিলো জামায়াত

ভোট বর্জন ও সরকারের পদত্যাগের দাবিতে ফের তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। আগামীকাল মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার ঢাকাসহ দেশব্যাপী এই লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করবে দলটি।

সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।

বিবৃতিতে এটিএম মা’ছুম বলেন, ভোট বর্জন, সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহার, ফরমায়েসি রায়ে প্রদত্ত সাজা বাতিলসহ গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে আমি জামায়াতের পক্ষ থেকে সারাদেশে আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিচ্ছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button