ক্ষমতার ১৫ বছরে সম্পদ বৃদ্ধিতে শীর্ষ ৮ মন্ত্রী-প্রতিমন্ত্রী
আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালীন গত ১৫ বছরে সম্পদ বেড়েছে এমন শীর্ষ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের তালিকা তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এদের মধ্যে ৮ জনের তথ্য দিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন টিআইবির সমন্বয়ক (আউট রিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তাওহিদুল ইসলাম।
নির্বাচন কমিশনে দেওয়া ২,০০০ এর বেশি হলফনামার তথ্য বিশ্লেষণ করে এ তথ্য তুলে ধরা হয়।
সম্পদ বৃদ্ধিতে শীর্ষ মন্ত্রী-প্রতিমন্ত্রীর মধ্যে ৮ জন হলেন–
১. সাধন চন্দ্র মজুমদার — মন্ত্রী — খাদ্য মন্ত্রণালয় — সম্পদ বৃদ্ধির হার ৬৩৫০.১৮ শতাংশ
২. মো. জাকির হোসেন — প্রতিমন্ত্রী — প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় — সম্পদ বৃদ্ধির হার ২৮৫৮.০৬ শতাংশ
৩. গোলাম দস্তগীর গাজী — মন্ত্রী — বস্ত্র ও পাট মন্ত্রণালয় — সম্পদ বৃদ্ধির হার ২৭০৩.৯৭ শতাংশ
৪. ইমরান আহমদ — মন্ত্রী — প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বস্ত্র ও পাট মন্ত্রণালয় — সম্পদ বৃদ্ধির হার ২১৭৯.৯৯ শতাংশ
৫. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন — মন্ত্রী — শিল্প মন্ত্রণালয় — সম্পদ বৃদ্ধির হার ৯৮২.৩০ শতাংশ
৬. জাহিদ মালেক — মন্ত্রী — স্বাস্থ্য মন্ত্রণালয় — সম্পদ বৃদ্ধির হার ৭৮৩.২৬ শতাংশ
৭. কামাল আহমেদ মজুমদার — প্রতিমন্ত্রী — শিল্প মন্ত্রণালয় — সম্পদ বৃদ্ধির হার ৪৯৩.৯৪ শতাংশ
৮. জাহিদ আহসান রাসেল — প্রতিমন্ত্রী — যুব ও ক্রীড়া মন্ত্রণালয় — সম্পদ বৃদ্ধির হার ১২৯.৯৫ শতাংশ
Joy Bangla.