আবারো হঠাৎ ভারত সফরে পিটার হাস
আজ শুক্রবার দুপুর ১ টা ৫ মিনিটে পিটার হাস রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশে রওয়ানা হন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছে, ভিস্তারা এয়ারলাইন্সের ফ্লাইট নং ইউকে-১৮৪ যোগে রাষ্ট্রদূত পিটার ডি হাস মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন। সফরে তার স্ত্রীও রয়েছেন।
তবে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই সপ্তাহ আগে তার এই ভারত সফরের কারণ জানা যায়নি।
গতকাল বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর সোয়া ১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন পিটার হাস।
এর আগে গত ১৬ নভেম্বরের শ্রীলঙ্কা সফরে যান পিটার হাস। পরে ২৭ নভেম্বর শ্রীলঙ্কান এয়ারলাইন্সযোগে বাংলাদেশে ফেরেন মার্কিন এ রাষ্ট্রদূত।
কূটনৈতিক প্রটোকল অনুযায়ী, কোনো রাষ্ট্রদূত কার্যরত দেশের বাইরে গেলে স্বাগতিক দেশকে জানিয়ে যান। তবে পিটার হাস বাংলাদেশ সরকারকে জানিয়ে গেছেন কি না, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
Sala ra puira mara uchit
People want realise
কিছু বুদ্ধি পরামর্শ নেওয়ার জন্যই গিয়েছে,সব গরুদের গোয়ালঘরতো একটাই।
পিয়াজ আনতে গেছে
ক্লাস করতে গেছে।
বাংলাদেশের খেয়ে, ডিম পাড়ে ভারতে গিয়ে,
বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ভারতের অবস্থান বন্ধ হওয়া দরকার।
তো কি সমস্যা আপনাদের? এ নিয়ে এত মাথা বেথা কেন? কাজে মনোযোগ দেন।আজাইরা পেচাল না করে।