ফ্রান্সে নতুন বিল পাস, অভিবাসীদের জন্য দুঃসংবাদ

এবার অভিবাসীদের দুঃসংবাদ দিল ফ্রান্স। দেশটি অভিবাসীদের নিয়ে নতুন আইন পাস করেছে। যার ফলে অভিবাসীদের প্রতি সরকারের নীতি আরও কঠোর হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার অভিবাসীদের নিয়ে নতুন আইন পাস করেছে ফ্রান্স। এ আইনের ফলে আগের চেয়ে কয়েক গুণ কঠিন হয়েছে দেশটির অভিবাসন আইন। এমনকি কঠোরতা থেকে রেহাই পায়নি শিশুরাও।

নতুন এ আইন নিয়ে আলোচনার সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ নিজের দলেই সমালোচনার মুখে পড়েছিলেন। তবে এ সময় তার পাশে দাঁড়িয়েছিল অতি দক্ষিণপন্থিরা। বিষয়টি নিয়ে ম্যাখোঁ নিজেও সন্তুষ্ট ছিলেন না। তবে আইনটি পার্লামেন্টের নিম্নকক্ষে পাস করার সময় নিজের দল তার পাশে দাঁড়িয়েছে। ফলে সমর্থনের প্রয়োজন পড়েনি অতি দক্ষিণপন্থিদের।

নতুন আইন পাস করায় আনন্দ প্রকাশ করেছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি এটি নিয়ে পার্লামেন্টে তীব্র বিতর্কের আশঙ্কা করেছিলেন। এমনকি বিষয়টি নিয়ে দক্ষিণপন্থিদের সমর্থনের কথাও ভেবেছিলেন তিনি। তবে আইনটি পাস হওয়ায় তাকেও খুশি দেখা গেছে।

নতুন আইনটি পাস করতে বেশ বেগ পোহাতে হয়েছে দেশটির। এমনকি পার্লামেন্টে আইনের খসড়াটি একাধিকবার পরিবর্তনও করা হয়েছে। দেশটির বামপন্থিদের বক্তব্য, অতি দক্ষিণপন্থিদের চাপের কারণে বিলটি বারবার পরিবর্তন করা হয়েছে।

নতুন করে পাস হওয়া আইনের কারণে অভিবাসীরা আগে যতটা সহজে ও দ্রুত রেসিডেন্সি পারমিট পেতেন তা আর এতটা সহজ হবে না। কেবল ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের জন্য আইনটি অপরিবর্তিত রয়েছে। তবে ইইউর বাইরের অন্য অভিবাসীদের জন্য এখন বাড়ির অধিকার পেতে হলে পাঁচ বছর অপেক্ষা করতে হবে।

নতুন আইনে মাইগ্রেশন কোটাও রাখা হয়েছে। এর ফলে শিশুরাও ফ্রান্সের নাগরিকত্ব পেতে অসুবিধায় পড়বেন। এমনকি এ আইনের ফলে অবৈধ অভিবাসীদের সহজে দেশ থেকে বের করে দেওয়া যাবে। আইনটি প্রয়োগ থেকে বাদ যাবে না ১৪ বছরের নিচের ব্যক্তিরাও।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button