দুর্ঘটনাবাংলাদেশ

ধর্মের কথা বলে নারীদের কেউ আটকে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন ইসলাম ধর্মের কথা বলে কর্মসংস্থানের ক্ষেত্রে নারীদের কেউ আটকে রাখতে পারবে না।

শনিবার (০৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় পাঁচ বিশিষ্ট নারী ও তাদের স্বজনদের হাতে পদক তুলে দেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী বলেন, নারী ক্ষমতায়নে ও নারী জাগরণে কাজ করে যাচ্ছে সরকার। বেগম রোকেয়ায় প্রত্যাশা অনেকটাই পূরণ করতে সক্ষম পেরেছে বাংলাদেশ।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশে মেয়েরা আর পিছিয়ে নেই, রাজনীতি থেকে খেলাধুলা সবক্ষেত্রে নারীরা সফলতার সঙ্গে কাজ করছে। সাংবাদিকতা থেকে শিল্পকলা সবখানেই নারীরা সফল।

এসময় একটি আফসোসের কথা উল্লেখ করে তিনি বলেন, একটা আফসোস রয়ে গেছে আমার, খুব ইচ্ছা ছিল একজন নারীকে আমি প্রধান বিচারপতি করে যাবো। কিন্তু আমাদের সমাজে এত বেশি কনজারভেটিভ, এগুলো ভাঙতে সময় লাগে। সেজন্য করতে পারেনি। এ আফসোসটা থেকে গেল।

‘জুডিশিয়াল সার্ভিসে নারীরা অংশগ্রহণ করতে পারবেন না, এটাই ছিল পাকিস্তানের আইন। স্বাধীনতার পর জাতির পিতা সমস্ত আইনগুলো পরিবর্তন করেন। এই আইন পরিবর্তনের পর থেকে আমাদের দেশের মেয়েরা জুডিশিয়াল সার্ভিসে যোগ দিতে পারছে,’ যোগ করেন তিনি।

শেখ হাসিনা বলেন, আমি সরকারের এসে দেখি আমাদের উচ্চ আদালতে কোনো নারী জজ নেই। তখন আমি উদ্যোগ নিলাম, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতির সঙ্গে কথা বলেছি, আইনমন্ত্রীর সঙ্গে বলেছি— উচ্চ আদালতে কোনো জজ নিয়োগ দেওয়া হলে তাতে যদি কোনো নারী জজের নাম না থাকে, আমি কখনো ওই ফাইল সই করব না, রাষ্ট্রপতির কাছে পাঠাব না। সেই থেকে যাত্রা শুরু।

তিনি আরও বলেন, বেগম রোকেয়ার সময় মুসলমান মেয়েরা ঘরে অবরুদ্ধ থাকতো। লেখাপড়ার কোনো সুযোগ ছিল না। তবে তার স্বামী সবসময় তাকে সহযোগিতা করেছেন, তার ভাই তাকে সহযোগিতা করেছেন। তিনি নিজের প্রচেষ্টা উর্দু, বাংলা, আরবি, ইংরেজি, শিক্ষা যেগুলো গ্রহণ করা সেগুলো তার স্বামীর কাছ থেকে শিখেছেন। স্বামীর কাছে আক্ষরিক জ্ঞান এবং বই পড়ার শিক্ষা গ্রহণ করেন। স্বামীর মৃত্যুর পর তিনি তার ভাইয়ের কাছ থেকেও একটি অনুপ্রেরণা পান। তার স্বামীর নামে একটি স্কুল তৈরি করেন। স্কুল তৈরির পরও তাকে অনেক বাধা বিপত্তি মোকাবিলা করতে হয়। কারণ, স্বামীর নামে যে স্কুল করেছিলেন সেখানে ছাত্রী পড়ানো যেত না। তিনি নিজের বাড়ির বাইরে গিয়ে ছাত্রী সংগ্রহ করে নিয়ে আসতেন। এটা করতে গিয়ে অনেক পরিবারের বাধা এবং অনেক প্রতিবন্ধকতা এসেছে। তিনি দমে যাননি কখনো। তার সাহসী ভূমিকা সব সময় আমরা স্মরণ করি।

সরকারপ্রধান বলেন, ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। ১৯৭১ সালে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দেশের মানুষ যুদ্ধ করেছিল। বিজয় অর্জন করেছিল।

‘বেগম রোকেয়া পদক-২০২৩’ পদকপ্রাপ্ত পাঁচ বিশিষ্ট নারী হলেন- নারী শিক্ষায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য খালেদা একরাম (মরণোত্তর), নারী অধিকার প্রতিষ্ঠায় ডা. হালিদা হানুম আখতার, নারীর আর্থ-সামাজিক উন্নয়নে কামরুন্নেছা আশরাফ দিনা (মরণোত্তর), নারী জাগরণে উদ্বুদ্ধকরণে নিশাত মজুমদার ও পল্লী উন্নয়নে রনিতা বালা।

পদকপ্রাপ্তদের ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম স্বর্ণ নির্মিত একটি পদক, পদকের রেপ্লিকা, প্রত্যেককে চার লাখ টাকার চেক ও সম্মাননাপত্র দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। স্বাগত বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক।

২৩৯ মন্তব্য

  1. এই বেগম রোকেয়া ভাইয়ের কাছ থেকে লেখাপড়া স্বামীর টাকা-পয়সা নিয়ে স্কুল বানিয়ে বল্লো মেয়েদের পড়ালেখার একমাত্র প্রতিবন্ধক সৃষ্টি কারি হচ্ছে পুরুষ মানুষ নাউজুবিল্লাহ

    1. MD Sukrim Molla এই স্লোগান একদিন আপনাদের স্ত্রী কন্যাকে পতিতালয়ে পাঠানোর ব্যাবস্থা করবে?মনে রাখবেন,,আপনার কর্মের ফল আপনি ও আপনার পরিবারকে বহন করতে হবে??কোন সন্দেহ নেই।

  2. যদি তোমার ইচ্ছা হয় তোমার কাছের যারা আছে তাদের তুমি কাপর বিহিন রাস্তায় নামিয়ে দাও তাতে আমাদের কি? কিন্তু তাই বলে তুমি ধর্মের ওপর দোষ চাপাতে পারো না এই অধিকার আমার ধর্ম তোমাকে দেয় নাই?

    1. সৈয়দ তাহমিদুজ্জামান আহনাফ বাই আপনি ও একজন মুসলিম. কেমন করে পারেন রাজনীতির কাছে ধর্ম কে ছোটো করতে. একদিন একটু চিন্তা কইরেন মন দিয়ে. সবার মত আমিও পারতাম গালি দিতে কিন্তু না. আপনি ও ত আমার বাই.

    1. Sk Shah Jalal ভাই যারাই কোরআনের বিরুদ্ধে গেসে তাঁরাই ধ্বংস হচ্ছে, ইতিহাস টেনে দেখুন। আল্লাহর কোরআন মানুষের হেদায়েতের জন্য আসছে, যে মানবে, সে সফলতা পাবে, আর যে মানবে না ধ্বংস হবে।।

    2. Sk Shah Jalal এদের কিছু বলে লাভ নাই।এরা বঙ্গবন্ধু কে ঈশ্বর,হাসিনা কে পয়গম্বর আর হাম্বালীগ কে নিজেদের ধর্ম মনে করে।হাসিনা যাই বলুক তারা তাতে হাসিনা কে সাপোর্ট করবে।

    3. Sk Shah Jalal আমি বুঝিনা কার নেতৃত্ব করছেন আপনারা জিয়াউর রহমানের জিয়াউর রহমান নিজেই তো নৌকায় ভোট দিয়ে মেজর থেকে মেজর জেনারেলের প্রমোশন পেয়েছে সে জিয়াউর রহমান ছিল বঙ্গবন্ধুর চামচা আর সেই জিয়াউর রহমানের স্ত্রী বেগম জিয়া ক্যান্টনমেন্টের ধর্ষিতা নারী পাকিস্তানিদের হাতে তার কুলাঙ্গার সন্তান তারেক জিয়া সেই তারেকের চামচা তোমরা তাই কথাবার্তা সাবধানে বইল এতই যদি বুকের পাটা থাকে বনানী আসো সামনাসামনি কথা বল নেতার মত লুকিয়ে থেকে বলো কেন বাপের বেটা হলে চোখে চোখ রেখে কথা বলতে আয় বনানী দেখি কেমন কর্মী তোরা

    4. Sk Shah Jalal মাদারচোদ ২০০১ সালে যে তোদের বাবা পুলিশ নিয়ে কি করছস মনে নাই খানকির পোলা তুই বনানী আই পুলিশ ছাড়াই থাকমু দেখি তুই কার বাল ফালাস তোর বাপেরে লইয়া আই

    5. MD Rakibul Hasan Masum আরে বাই এখানে জিয়াউর রহমান আসলো কোথা থেকে. একজন সাদারন মানুষ জে কখনো কোনো দল করে না. সে ও এই কথার বিরদিতা করবে এই সব কথা ইসলামের বিরুদ্ধে . মানে শেখহাসিনার বিরুদ্ধে কথা বললেই যে সে বিনপি করে এমনটা নয়.

  3. নারী তুমি মায়ের জাত তোমাকে অনেক সন্মান করি,সুতরাং তুমি এমন কিছু কথা শুনিও না। যে কথার কারণে সমাজে তোমার ব্যাক্তিত্ব ও চরিত্রের অবনতি বয়ে আনে

  4. শুধু ইবলিশ শয়তান মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে না মানুষ রুপি শয়তান গুলা ও মানুষ কে চুরি দুর্নীতি জুলুম মিথ্যা ইসলাম ও কোরআনের পথ থেকে বিচ্যুত করছে ?

  5. ধর্মের কথা বলে নারীদের কে কেউ আটকায় না, বরং ইস্কুলে মেয়েদেরকে আটকায়, এটা বলে, মামনি রাস্তায় কুত্তালীগ আছে সাবধান।
    কুত্তালীগের কথা বলেই মেয়েদেরকে আটকায়।

  6. আপনি তো নাস্তিক! আর নাস্তিকরে ধর্মের কথা বলেই বা কি লাভ হবে! আপনি তো চাইবেন ই সবাইকে নাস্তিক বানাতে। এর ফলে আপনার মত নাস্তিক যারা আছে তারা আটকাবে না ঠিক আছে, কিন্তু যারা মুসলিম তারা ঠিকই আটকাবে।

  7. ধর্ম কি আপনাকে আটকাইছে..? আপনি তো দেশের প্রধান মন্ত্রী হয়ে গেছেন …! যদি ধর্ম আটকাতো ! তাহলে প্রধানমন্ত্রী হতেন কিভাবে..?? এইসব ফালতু কথা বন্ধ করেন …? ইসলাম নারীর মর্যাদাকে আকাশ ছোঁয়া করেছেন..! আর পশ্চিমারা নারীকে পুরুষের ব্যাবহারের টিস্যুর মতো করেছেন…!

  8. ১০০ বছর পূর্বে বাংলার জমিনে একজন মহীয়সী নারী এসেছিলেন যার নাম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তিনি ধর্মের বেড়াজাল থেকে নারীদের মুক্তির পথ দেখিয়েছিলেন। নারী শিক্ষা এবং নারী অধিকারে তিনি সদা সচেষ্ট ছিলেন।
    তার প্রায় ১০০ বছর পর বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের জমিনে আরেকজন মহীয়সী নারী, যিনি নারীকে পুরুষতান্ত্রিক সমাজের অত্যাচার থেকে মুক্তি দিতে নারীর ক্ষমতায়নে নিরলস চেষ্টা করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় বাংলাদেশের নারীরা বর্তমানে কর্মক্ষেত্রে এবং শিক্ষাক্ষেত্রে অনেক বেশি অগ্রসর হয়েছে। ধর্মীয় গোঁরামি থেকে বেড়িয়ে তারা এখন নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। এই অধিকার আদায়ের আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অবিস্বরণীয় নাম।

  9. হাসুদীর নতুন নতুন নাটকে আপনাদের স্বাগতম এই দূর্গা দেবীর নিত‍্য নতুন ভং দেখতে চোখ রাখুন ফেসবুকে? লজ্জা হীন, বেহায়া কাঠাল রানী বাংলাদেশের মধ‍্য ঘৃণ্য বেয়াদব মহিলা, যে অবৈধভাবে ক্ষমতায় আসার জন‍্য নিজে সহ দেশ বিক্রি করতে প্রস্ত্তত। জাগো বাঙ্গালী জাগো দূর্গা দেবী হটাও দেশ বাচাঁও।

  10. এসব কোন কিছুই আর মানুষ খায়না।

    এসব কথা বলে মুলত পশ্চিমাদের বোঝাতে চাচ্ছে যে তারা যদি ক্ষমতায় না থাকে তাহলে বাংলাদেশ তালেবান রাষ্ট্র হয়ে যাবে।
    কিন্তু সে হয়তো এখনো উপলব্ধি করতে পারছে না যে গোটা দুনিয়া আজ তার অত্যাচার আর অপশাসন সম্পর্কে জেনে গেছে এবং বুঝে গেছে।
    দুনিয়ার কেও আর তার কোন কথা বিশ্বাস করে না।

  11. ধর্ম হলো মুখোশধারীদের ঢাল,
    যারা কি না ধর্মের দোহাই দিয়ে, এ জাতীকে হাজার বছর পিছিয়ে রেখেছে।
    নারীদের কথা বাদ দিলাম,,পুরুষ যে এরকম হবে,ভাবলেই মাথা ঘোরায়।।

  12. জাহান্নামিদের অধিকাংশই হবে নারি। তারা অধর্মের কারনেই যাবে জাহান্নামে। সুতরাং সাবধান হও। এই দুনিয়াই সব না। আখেরাতের ভয় করো নারি।

  13. আমার কমেন্টে কে কি ভাবেন জানিনা তবুও বলছি
    আমার মনে হয় উনি নাস্তিক হয়ে গেছে কারণ অনেক আগে থেকে দেখছি উনি নানান ভাবে ইসলামের বিরুদ্ধে ও বিধর্মীদের সাথে তাল মিলিয়ে কথা বলে ও চলে 🥸

  14. আপনাকে বলতে চাই আপনার দিক থেকে আপনি যা করার তা করুন দেখি আপনি কতোটুকু করতে পারেন মনে রাখবেন আপনি আল্লাহ তায়ালা আছেন একদিন আপনার এই মিথ্যাচার দংশন করবেন,, সেইদিন আর আপনার ভাহাদোড়ি চলবেনা আপনার খমতাও কাজে আসবে না

  15. বাসে সিট না পাইলেই বলো এ কেমন পুরষ মেয়ে দেখেও সিট ছাড়ছে নাহ অন্যদিকে সমান অধিকার বলে চিল্লাও।।

    নারী সব অলরেডি বের করছো রাস্তায় আর বাকি কি এগুলার পিছনে বাকি গুলোও বের হবে

  16. ধর্মের কথা বলে মানে কি? ধর্ম কনো মানুষ বানায় নাই। ইসলাম ধর্ম আল্লাহ রসুল ও বানান নি ইসলাম সয়ং আল্লাহ পাক এর নির্দশে বানিয়েছে। ধর্মের কথাই সব। মানুষ তার ইচ্ছা অনুযায়ী কিছু কিছু বিষয় মানবে আবার কিছু কিছু বিষয় মানবে না এভাবে জীবনেও হবে না। ধর্ম কারোর বাপ দাদার জিনিস না। আল্লাহ ঠিক যেভাবে আদেশ করেছেন ঠিক অই ভা ই করতে হবে। আল্লাহ সবাইকে বুঝার তোওফিক দান করুক আমিন

  17. হাসু বুবু র পক্ষ থেকে সকল ধর্মের বিনোদন পায় জনগণ , বুবু তাহাজ্জুদ নামাজের সাথে কপালে সিন্দুরের তিলকও দেয় ।
    আহা কি চমৎকার বিনোদন,সৃষ্টি কর্তার বিপক্ষে অবস্থান কারি শক্তি এই ফেরাউন,আপনার ধর্মের বিরুদ্ধে অবস্থান নেওয়া আজ নতুন কিছু না

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button