খেলাফুটবল

এক নজরে বিশ্ব ফুটবলের সেরাদের অন্যতম লিওনেল মেসি

পুরো নাম- লুইস লিওনেল আন্দ্রেস মেসি

জন্ম- ২৪ জুন, ১৯৮৭ সাল

জন্মস্থান- রোসারিও, আর্জেন্টিনা

রাশি- কর্কট রাশি

প্রিয় খেলা- ফুটবল ও হ্যান্ডবল

প্রিয় খাবার- আসাদো (মাংসের গ্রিল), মিলানসা (মাংস দিয়ে বানানো আর্জেন্টিনার ঐতিহ্যবাহী খাবার), পাস্তা, চকোলেট, আইসক্রিম, সালাদ ও সব ধরনের মিষ্টি খাবার।

প্রিয় রঙ- লাল

প্রিয় ফুটবলার- পাবলো এইমার, জাভি ফার্নান্দেজ, নেইমার জুনিয়র, সার্জিও বুসকেটস, স্যামুয়েল ইতো, আন্দ্রেস ইনিয়েস্তা, ডেভিড ভিয়া, জলাতান ইব্রাহিমোভিচ ও রোনালদিনহো।

প্রিয় পানীয়- ইয়ারবা মেট (এক প্রকারের চা যেটি কি না ভিটামিন সি, ভিটামিন বি৬, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম সমৃদ্ধ) ও কোকাকোলা।

প্রিয় গাড়ি- রেঞ্জ রোভার স্পোর্টস, ফেরারি ৩৩৫৫ স্ক্যাগিলিটি স্পাইডার

প্রিয় চলচিত্র- বেবিজ ডে আউট, নাইন কুইনস, সন অব দ্য ব্রাইড

প্রিয় টিভি সিরিজ- প্রিমিসিয়াস

প্রিয় ফুটবল দল- চেলসি

প্রিয় প্রতিপক্ষ- জার্মানি

প্রিয় কোচ/ম্যানেজার- পেপ গার্দিওলা

প্রিয় সঙ্গীতশিল্পী- সার্জিও টরেস

প্রিয় গান- কুম্বিয়া

প্রিয় বই- এল মার্টিন ফিরেরো; লেখক- জর্জ লুইস বোর্গেস

পছন্দের কাজ- গান শোনা, ভিডিও গেমস খেলা, ঘুমানো, পরিবারকে সময় দেয়া

প্রিয় জুতার ব্র্যান্ড- এডিডাস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button