আ.লীগকে সমর্থন দেয়ায় ভারতের বিরুদ্ধে ক্ষোভ বিএনপির, পর্ব ০৩

ভারত এবং বিএনপি

বাংলাদেশে ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই ভারত সরকারের সাথে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় এবং গত প্রায় দেড় দশক ধরে ভারত সরকার নানা ইস্যুতে শেখ হাসিনা সরকারকে সহায়তা করে আসছে।

তবে ভারত সরকারের সাথে বিএনপির দূরত্ব তৈরির জন্য ২০১৩ সালের মার্চ মাসে বাংলাদেশে সফররত তখনকার ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাত বাতিলের ঘটনাকে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করেন।

এরপর ২০১৪ সালের বিরোধী দলহীন নির্বাচনের ক্ষেত্রে ভারতের তৎপরতা ছিলো দৃশ্যমান। সেবার তখনকার ভারতীয় পররাষ্ট্র সচিব নিজেই ঢাকায় এসে রাজনৈতিক নেতাদের সাথে বৈঠক করেছিলেন।

বিএনপি থেকে বিভিন্ন সময়ে এ নিয়ে তখন ক্ষোভ প্রকাশ করা হয়েছে। দলটির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন প্রকাশ্যেই এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন।

এরপর থেকে ভারত এবং আওয়ামী লীগের মধ্যে সম্পর্ক আরও জোরালো হয়েছে বলে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলে আসছেন এবং এর ধারাবাহিকতায় ২০১৮ সালের নির্বাচনের সময়েও আওয়ামী লীগ সরকারকেই সমর্থন করে গেছে ভারত।

কিন্তু এবার নির্বাচনকে কেন্দ্র করে গত প্রায় দু’বছর ধরে সবাই কথা বললেও ভারতও যেমন চুপ ছিলো, তেমনি বিএনপিও এই সময়ে ভারতের অবস্থানকে কেন্দ্র করে কোন মন্তব্য করেনি।

তবে এ বছরই বিএনপি নেতাদের একটি দল ভারতের গিয়ে সেখানকার কর্মকর্তাদের সাথে বৈঠকও করেছিলেন।

Exit mobile version