নব্বই দশক থেকে রাশিয়ার জন্মহার কমছে। তবে এবার জন্মহার বৃদ্ধির চিন্তাভাবনা করছে বিশ্বের সবচেয়ে বড় দেশটি। সামনের দশকে তাদের লক্ষ্যই হবে জনসংখ্যা বাড়ানো। এ জন্য রুশ নারীদের অন্তত আটটি করে সন্তান নেওয়ার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (১ ডিসেম্বর) দ্য ইন্ডিপেনডেন্টের বরাতে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
গত মঙ্গলবার (২৮ নভেম্বর) এক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে পুতিন বলেন, আমাদের অনেক নৃতাত্ত্বিক গোষ্ঠী চার, পাঁচ বা তারও বেশি সন্তান নিয়ে যৌথ পরিবার প্রথা রক্ষা করেছে। আমাদের দাদা-দাদিরা সাত, আট বা তারও বেশি সন্তান নিতেন। আসুন আমরা এই অসাধারণ ঐতিহ্যকে রক্ষা করি। আমাদের সমাজে এই প্রথা ফিরিয়ে আনি। যৌথ পরিবারকে অবশ্যই আদর্শে পরিণত করতে হবে। বড় পরিবার কেবল রাষ্ট্র ও সমাজের ভিত্তি নয়, এটি একটি আধ্যাত্মিক বিষয়, নৈতিকতার উৎস।
তিনি বলেন, আগামী দশকে রাশিয়ার জনসংখ্যা রক্ষা ও বৃদ্ধি করা আমাদের লক্ষ্য হবে। এমনকি সামনের প্রজন্মের জন্যও এই লক্ষ্য থাকতে পারে। এটিই রাশিয়ার ভবিষ্যৎ।
দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, রাশিয়ার অর্থোডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিল এই সম্মেলনের আয়োজন করেন। এতে রাশিয়ার বেশ কয়েকটি ঐতিহ্যবাহী সংস্থার প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।
পুতিন এমন সময় দেশের জনসংখ্যা বৃদ্ধির ওপর জোর দিলেন যখন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৩ লাখ নাগরিক হতাহত হয়েছে। তবে মঙ্গলবারের ভাষণে এ বিষয়ে কোনো কথা বলেননি পুতিন।