বিশ্ব সংবাদব্রেকিং নিউজ

গাজায় ৩৭ দিন ধ্বংসস্তূপের নিচে বেঁচে ছিল নবজাতক শিশু

গাজায় ৩৭ দিন ধ্বংসস্তূপের নিচে বেঁচে ছিল নবজাতক শিশুঅবরুদ্ধ গাজায় ইসরায়েলি বোমা হামলায় ক্ষতিগ্রস্ত একটি বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে ৩৭ দিন পর এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে থেকে এ তথ্য জানা যায়।

গাজার ফটোগ্রাফার নুহ আল শাঘনোবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শিশুটিকে উদ্ধারের একটি ভিডিও পোস্ট করেছেন। উদ্ধারের আগে শিশুটিকে অনেকে মৃত মনে করলেও তিন ঘণ্টার কঠোর চেষ্টায় উদ্ধারের পর দেখা যায়, শিশুটি জীবিত রয়েছে। তবে শিশুটির মা-বাবা বেঁচে আছেন কি না তা জানা যায়নি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। এ হামলায় ১৫ হাজার ফিলিস্তিনি মারা গেছে, যাদের মধ্যে দুই তৃতীয়াংশই নারী ও পুরুষ। কাতারের মধ্যস্থতায় গত শুক্রবার জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় ৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি শুরু হয়। পরে গতকাল মঙ্গলবার কাতার জানায়, এ যুদ্ধবিরতি আগামীকাল বুধবার পর্যন্ত চলবে।

ভিডিও দেখুন:

The miracle that came after 37 days. Baby born in the first days of the war was rescued alive from the rubble of the house bombed by Israel

 

Back to top button