আওয়ামী লীগের ঢাকার ৬৫ টি আসনের মনোনয়ন বড় চমক , বর্তমান এমপির অর্ধেক বাদ

আওয়ামী লীগের ঢাকার ৬৫ টি আসনের মনোনয়ন বড় চমক , বর্তমান এমপির অর্ধেক বাদ… ঢাকার ৬৫ টি আসনের মনোনয়ন বড় চমক এনেছে আওয়ামী লীগ। হেভীওয়েট নেতাদের মনোনয়ন দিয়ে আওয়ামী লীগের সভাপতি দলের জন্য যারা নিবেদিত প্রাণ তাদের স্বীকৃতি দিয়েছেন।

গতবার মনোনয়ন বঞ্চিত আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ তিন নেতা জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান এবং বাহাউদ্দিন নাছিম এবার নৌকার টিকেট পাচ্ছেন। ঢাকার মনোনয়নে আওয়ামী লীগের প্রায় অর্ধেক বর্তমান এমপি বাদ পরেছেন।ঢাকা বিভাগে যারা মনোনয়ন পেয়েছেন তাদের কয়েকজনের নাম বিভিন্ন সূত্র থেকে পাওয়া গিয়েছে। এই তালিকায় যারা আছেন (আংশিক)-

সংসদীয় আসন প্রার্থীর নাম নির্বাচনী এলাকা
১৩০ আব্দুর রাজ্জাক ভোলা টাঙ্গাইল-১
১৬৯ মমতাজ বেগম মানিকগঞ্জ-২
১৭০ জাহিদ মালেক মানিকগঞ্জ-৩
১৭৩ মৃণাল কান্তি দাস মুন্সীগঞ্জ-৩
১৭৪ সালমান এফ রহমান ঢাকা-১
১৭৫ কামরুল হাসান ঢাকা-২
১৭৬ নসরুল হামিদ ঢাকা-৩
১৭৯ সাঈদ খোকন ঢাকা-৬
১৮০ ইরফান সেলিম ঢাকা-৭
১৮১ বাহাউদ্দিন নাছিম ঢাকা-৮
১৮২ সাবের হোসেন চৌধুরী ঢাকা-৯
১৮৪ এ.কে.এম.রহমতুল্লাহ ঢাকা-১১
১৮৫ আসাদুজ্জামান খাঁন কামাল ঢাকা-১২
১৮৬ জাহাঙ্গীর কবির নানক ঢাকা-১৩
১৮৮ কামাল আহমেদ মজুমদার ঢাকা-১৫
১৯০ মোহাম্মদ আলী আরাফাত ঢাকা-১৭
১৯২ এনামুর রহমান ঢাকা-১৯
১৯৩ বেনজীর আহমদ ঢাকা-২০
১৯৪ আ.ক.ম মোজাম্মেল হক গাজীপুর-১
১৯৫ জাহিদ আহসান রাসেল গাজীপুর-২
১৯৭ সিমিন হোসেন রিমি গাজীপুর-৪
১৯৮ মেহের আফরোজ চুমকি গাজীপুর-৫
২০২ নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন নরসিংদী-৪
২০৪ গোলাম দস্তগীর গাজী নায়ায়ণগঞ্জ-১
২০৫ নজরুল ইসলাম বাবু নারায়ণগঞ্জ-২
২০৭ শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪
২০৯ কাজী কেরামত আলী রাজবাড়ী-১
২১০ জিল্লুর হাকিম রাজবাড়ী-২
২১১ আবদুর রহমান ফরিদপুর-১
২১৪ মজিবুর রহমান চৌধুরী ফরিদপুর-৪
২১৫ ফারুক খান গোপালগঞ্জ-১
২১৬ শেখ ফজলুল করিম সেলিম গোপালগঞ্জ-২
২১৭ শেখ হাসিনা গোপালগঞ্জ-৩
২১৮ নূর-ই-আলম চৌধুরী মাদারীপুর-১
২১৯ শাজাহান  খান মাদারীপুর-২
২২০ আবদুস সোবহান গোলাপ মাদারীপুর-৩
২২২ এ কে এম এনামুল হক শামীম শরীয়তপুর-২
২২৩ নাহিম রাজ্জাক শরীয়তপুর-৩
Exit mobile version