গাজীপুরে বিশেষ অভিযানে ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি খোরশেদ আলমকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশের সদর থানা পুলিশ। তিনি ৬ বছর ধরে ছদ্মবেশে তাবলিগের চিল্লায় ছিলেন।মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরের দিকে যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) চৌধুরী তানভীর আহমেদ।
গ্রেফতার মো. খোরশেদ আলম গাজীপুরের সদর থানার তালুকদারপাড়া চাপুলিয়া গ্রামের মৃত মনসুর আলী মনুর ছেলে।মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) চৌধুরী তানভীর আহমেদ বলেন, সোমবার রাতে সদর থানার একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ৪টি মামলার সাজা ওয়ারেন্ট রয়েছে।
যেগুলোর মধ্যে আলাদাভাবে ২ বছর ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১ বছর সশ্রম কারাদণ্ডসহ মোট ১ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকার অর্থদণ্ডের আদেশ রয়েছে। খোরশেদ ছদ্মবেশ ধারণ করে তাবলিগের চিল্লার মাধ্যমে ৬ বছর ধরে পলাতক ছিলেন।