বলিউড অভিনেত্রী আলিয়া ভাট মা হয়েছেন

মা হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। মুম্বাইয়ের হাসপাতালে সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। রবিবার সকাল সাড়ে ৭টা নাগাদ এইচএন রিলিায়ান্স হাসপাতালে আলিয়াকে ভর্তি করাতে নিয়ে যান রণবীর কাপুর। সেই ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে। তারপর প্রসববেদনা উঠলে প্রাকৃতিক নিয়মে কন্যা সন্তানের জন্ম দেন ২৯ বছরের আলিয়া।

চলতি বছরের এপ্রিলে বিয়ের পিঁড়িতে আলিয়া-রণবীর জুটি। গত জুনে মা হবার ঘোষণা দেন আলিয়া ভাট। আলট্রাসনোগ্রাফি করার সময়ে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে এই ঘোষণা দেন তিনি। এর ঠিক পাঁচ মাসের মধ্যে পৃথিবীর আলো দেখল রণবীর-আলিয়ার প্রথম সন্তান।

আলিয়া হাসপাতালে পৌঁছানোর পরে একে একে রওনা দিয়েছিলেন কাপুর ও ভাট পরিবারের বাকি সদস্য‌রা।আলিয়া নরম্যাল ডেলিভারি চাওয়ায় প্রতীক্ষার প্রহর আরও দীর্ঘ হয়েছে। অবশেষে বিলাসহুল হাসপাতালের লেবার রুমে নবজাতকের কান্না শোনা গেল। কন্যা সন্তানের জন্ম দিলেন আলিয়া।

Back to top button