অজ্ঞাতপরিচয় এক যুবকের গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ফেনীতে মহাসড়কের পাশের ঝোপ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের কসকা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।ওই যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তার আনুমানিক বয়স ৩৮ বছর। পরনে কালো প্যান্ট ও সাদা গেঞ্জি ছিল।

পুলিশ জানায়, সকালে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৪/৫ দিন আগে ওই যুবককে কোথাও হত্যা করে এখানে এনে ফেলে রাখা হয়েছে।এ বিষয়ে পুলিশ সুপার (সদর সার্কেল) অং প্রু মারমা বলেন, ‘হত্যার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ হত্যার রহস্য বের করার চেষ্টা চালাচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

Back to top button