আগামী ১০ নভেম্বর থেকে অভ্যন্তরীণ বাজার থেকে আট লাখ টন ধান ও চাল কিনবে সরকার

১০ নভেম্বর থেকে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ কর্মসূচি শুরু হবে। চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে আট লাখ টন ধান ও চাল কিনবে সরকার। প্রতি কেজি চাল ৪২ ও ধান ২৮ টাকা দরে কেনা হবে।মঙ্গলবার (১ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মন্ত্রী বলেন, এ বছর পাঁচ লাখ টন চাল ও তিন লাখ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে। প্রতি কেজি চাল ৪২ টাকা ও ধান ২৮ টাকায় কেনা হবে। আগামী ১০ নভেম্বর থেকে শুরু হবে কেনা।এ সময় কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘আগামী বছরের জুন পর্যন্ত ৪৬ হাজার কোটি টাকা সারে ভর্তুকি দিতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, তারপরেও আমরা কোনো ঝুঁকি নেব না। দেশে সারের কোনো অভাব হবে না।

‘এই মুহূর্তে দেশের কোনো এলাকায় খাদ্যের হাহাকার নাই। মোটা চালের দাম বেশি কিন্তু স্থিতিশীল রয়েছে। আন্তর্জাতিক বাজারে গমের দাম অস্বাভাবিক। এটার প্রভাব পড়েছে গমের আমদানিতে। যখন গমের দাম বাড়ে তখন চালের ওপর চাপ পড়ে,’ যোগ করেন কৃষিমন্ত্রী।

Back to top button