শীতের আগমনের শুরুতে দক্ষিণ বঙ্গোপসাগরে স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।ফলে, সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে কুয়াশা পড়তে পারে।
পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
আগামী ৭২ ঘণ্টায় অর্থাৎ তিন দিনে দেশের আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই বলেও পূর্বাভাসে বলা হয়।