দ্রুত সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে অসুস্থ সোহেল রানাকে
ঢাকাই সিনেমার কিংবদন্তি চিত্রনায়ক সোহেল রানা। চলতি বছর জানুয়ারিতে করোনায় আক্রান্ত হয়ে ১৫ দিন হাসপাতালে ছিলেন। এরপর সুস্থ হয়ে বাসাতেই ছিলেন তিনি।
এবার নতুন জটিলতা দেখা দিয়েছে তার চোখে। ২৫ অক্টোবর ঢাকার একটি হাসপাতালে সার্জারিও করা হয়। সমস্যা সমাধানের বদলে তৈরি হয়েছে জটিলতা। তাই উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হচ্ছে সোহেল রানাকে। বিষয়টি নিশ্চিত করেছেন সোহেল রানার ছেলে অভিনেতা মাশরুর পারভেজ।
এ সম্পর্কে তিনি বলেন, ‘ঢাকায় অপারেশনটা সাকসেসফুল ছিল না। বরং আরও জটিলতা দেখা দিয়েছে। এজন্য আমরা দ্রুত মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যোগাযোগ করি। রবিবার (৩০ অক্টোবর) আমরা যাচ্ছি। বাবার সঙ্গে আমি ও মা (জিনাত বেগম) থাকছি। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’