দীপাবলি উপলক্ষে নতুন লুকে নাগিন গার্ল

ছোট পর্দার নাগিন গার্ল তেজস্বী প্রকাশ তাঁর নতুন নতুন লুক দিয়ে প্রায়শই দর্শকদের চমকে দিয়ে থাকেন ৷ ফের একবার ট্র্যাডিশনাল শাড়িতে নেটিজনদের মন জয় করলেন তিনি ৷তেজস্বী প্রকাশ তাঁর নতুন নতুন লুকের জন্যই বিখ্যাত ৷দীপাবলি উপলক্ষে এবার তেজস্বী সামনে এলেন একেবারে ব্ল্যাক বিউটি লুকে ৷

তাঁর কালো ঝলমলে শাড়ি রীতিমতো নজর কেড়েছে অনুরাগীদের ৷তেজস্বী অবশ্য় বরাবরই ফ্যানেদের এভাবেই মোহিত করে থাকেন ৷তেজস্বীকে এর আগে দেখা গিয়েছিল অনন্য সবুজ কন্যার সাজে ৷ম্যাঙ্গোর এই সবুজ সিল্কের শাড়িতে সোনালী কারুকাজ রীতিমত মোহিত করেছিল অনুরাগীদের ৷

এমনই একটি শাড়ি কি রাখতে চান আপনার আলমারিতে ? তাহলে খরচ করতে হবে মাত্র 95 হাজার টাকা ৷তেজস্বীর আগে ‘নাগিন গার্ল’ শব্দটি ব্যবহার করা হত মৌনি রায়ের নামের আগে ৷তবে সেই জুতোয় পা গলিয়ে দর্শকদের মন ভালই জয় করেছেন অভিনেত্রী ৷

তাঁর সাজ, ফ্যাশন সেন্স সবটাই এখন দর্শকদের আকর্ষণের বিষয় ৷অভিনয়ের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও ভীষণ অ্যাকটিভ তেজস্বী ৷অনুরাগীদের জন্য প্রায়শই নানা অবতারে ক্যামেরার সামনে ধরা দেন তিনি ৷

Back to top button