মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস চাপায় লাকি বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। একই সঙ্গে তার ছেলেসহ দুইজন গুরুতর আহত হয়। রোববার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের উপজেলার বৌলগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাকি একই উপজেলার আলমদস্তার গ্রামের ফরহাদ মোল্লার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, অটোভ্যান যোগে উপজেলার টেকেরহাট বন্দর থেকে আলমদস্তারের বাড়ি ফিরছিলো মা লাকি বেগম ও ছেলে সাজিদ মোল্লা (১৮)। পথিমধ্যে ঢাকাগামী গ্রীন লাইন পরিবহনের একটি বাস অটোভ্যানটিকে চাপা দেয়। এসময় ঘটনা স্থলেই লাকি বেগম নিহত হয়। একইসাথে তার ছেলে সাজিদ মোল্লা (১৮) ও ভ্যান চালক শামীম শেখ (১৮) গুরুতর আহত হয়। তাদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মস্তফাপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত ও নিহত ব্যক্তিদের উদ্ধার করে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। বাসটি আটক করে হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।