রাজৈরে যাত্রীবাহী বাস চাপায় এক গৃহবধূ নিহত ছেলেসহ দুইজন গুরুতর আহত হয়

মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস চাপায় লাকি বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। একই সঙ্গে তার ছেলেসহ দুইজন গুরুতর আহত হয়। রোববার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের উপজেলার বৌলগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাকি একই উপজেলার আলমদস্তার গ্রামের ফরহাদ মোল্লার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, অটোভ্যান যোগে উপজেলার টেকেরহাট বন্দর থেকে আলমদস্তারের বাড়ি ফিরছিলো মা লাকি বেগম ও ছেলে সাজিদ মোল্লা (১৮)। পথিমধ্যে ঢাকাগামী গ্রীন লাইন পরিবহনের একটি বাস অটোভ্যানটিকে চাপা দেয়।  এসময় ঘটনা স্থলেই লাকি বেগম নিহত হয়। একইসাথে তার ছেলে সাজিদ মোল্লা (১৮) ও ভ্যান চালক শামীম শেখ (১৮) গুরুতর আহত হয়। তাদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মস্তফাপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত ও নিহত ব্যক্তিদের উদ্ধার করে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। বাসটি আটক করে হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Back to top button