সালমানের সিনেমার শুটিংয়ে আহত পূজা

কয়েক দিন আগেই ছিল ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ের জন্মদিন। সেদিন জন্মদিন পালন করেছিলেন সালমান খানের সঙ্গে ‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবির শুটিং সেটে। এবার এই সেট থেকে এল দুঃসংবাদ। এই অভিনেত্রীর পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পূজা নিজেই জানিয়েছেন এ খবর।

কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তা জানাননি পূজা। ইনস্টাগ্রাম স্টোরিতে একটা ছোট ভিডিও ক্লিপ শেয়ার করেন তিনি। সেখানে দেখা যায়, তাঁর বাঁ পায়ে ব্যান্ডেজ। ক্যাপশনে লিখেছেন, তাঁর পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কথা। পায়ের এই আঘাত সারাতে ডাক্তার পূজাকে দুই সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

কিন্তু এই অভিনেত্রীর হাতে এখন একাধিক কাজ থাকায় শুটিং চালিয়ে যাচ্ছেন তিনি।অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার শুটিং সেটে অভিনয়ের সময় আঘাত পান তিনি। আগামী ২ সপ্তাহ পূজাকে বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসক।

Back to top button