কেনো রাস্তায় রাস্তায় বাধা ও হামলা হচ্ছে?
আজ শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখ্রুল বলেন, রাস্তায় রাস্তায় বাধা, হামলা হচ্ছে। পথে পথে যেখানে দেখবে সেখানে গ্রেফতারের নির্দেশ প্রশাসনের পক্ষ থেকে।
বিএনপির খুলনার সমাবেশ ঘিরে সরকার সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এসময়, বৃহস্পতিবার রাতে বিএনপির ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
এতে করে পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে সরকার বলেও মন্তব্য ঙ্করেন তিনি।বিএনপি মহাসচিব বলেন, সমাবেশ ঘিরে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে সরকারকে দায় নিতে হবে।
তারা বিএনপিকে সভা-সমাবেশ করেত দিতে চায় না।গণপরিবহন বন্ধ করে দিয়েছে সরকার। পরিকল্পিতভাবে তারা সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত করছে।
উল্লেখ্য, আগামী কাল শনিবার (২২ অক্টোবর) খুলনায় বিভাগীয় গণসমাবেশ করার কথা বিএনপির।