বিটিএস এর সাত সদস্যই দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীতে যোগদান করবেন

বিটিএস এর সাত সদস্যই দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীতে যোগদান করবেন বলে জানিয়েছেন তাদের এজেন্টরা।জনপ্রিয়তায় সমসাময়িক বা ইতোপূর্বেরও অনেক বিখ্যাত ব্যান্ড দলকে টেক্কা দিলেও, দেশের আইনের উর্ধ্বে যাওয়ার সুযোগ নেই কে-পপ ব্যান্ড বিটিএস-এর। তাই দেশের সেবায় নিজেদের নিয়োজিত করতে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীতে যোগ দিতে যাচ্ছেন বিটিএসের সদস্যরা।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, সোমবার বিটিএস তারকাদের এজেন্টরাই তাদের সেনাবাহিনীতে যোগদানের খবর নিশ্চিত করেছেন।বলাই বাহুল্য, এই খবরে বিটিএস ভক্ত যারা কিনা ‘বিটিএস আর্মি’ নামে পরিচিত, তাদের মাথায় বাজ পড়ার মতো অবস্থা! দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী, দেশের ১৮-২৮ বছর বয়সী, শারীরিকভাবে ফিট সকল পুরুষদের অবশ্যই দুই বছর সেনাবাহিনীতে দায়িত্ব পালন করতে হবে।

তবে বিটিএসের ক্ষেত্রে নিয়মের কিছুটা ব্যতিক্রম ঘটেছে, গতবছর তাদের জন্য বয়সসীমা ৩০ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।বিটিএস সদস্যদের মধ্যে সবচেয়ে বয়স্ক গায়ক জিন-এর বয়স এখন ২৯ বছর। শিগগিরই দলের সাতজন যোগ দেবেন সেনাবাহিনীতে।বিটিএসের ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা জানিয়েছেন, আগামী মাস থেকে প্রস্তুতি শুরু করবেন জিন। দলের সাত সদস্যের মধ্যে সর্বকনিষ্ঠজনের বয়স ২৪ বছর; তিনিও বাকিদের সঙ্গেই যোগ দেয়ার পরিকল্পনা করছেন।

কয়েকজন আইনপ্রণেতা পরামর্শ দিয়েছেন, বিটিএস সদস্যরা যেন সাবলীলভাবে পারফর্ম করতে পারেন, সে জন্য তাদের সেনাবাহিনীতে যোগদানের নিয়ম থেকে রেহাই দেয়া উচিত। দুই বছর ধরে বিশ্বের সবচেয়ে বেস্ট-সেলিং শিল্পীগোষ্ঠীর তকমা নিজেদের দখলে নিয়ে রেখেছে কে-পপ গ্রুপ বিটিএস। গানের সঙ্গে তাদের নাচও তুমুল জনপ্রিয়। তা ছাড়া, তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে পরামর্শ দেয়ার জন্যও খ্যাতিমান এই দলটি।

Back to top button