কোভিড-১৯ এ আক্রান্ত “ফারজানা”

২০২৩ সালে সাউথ আফ্রিকায় ২০ ওভারের বিশ্বকাপে খেলবে লাল-সবুজরা গ্রুপ সেরা হতে পারলে , তার আগে সংযুক্ত আরব আমিরাতে হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের দল থেকে ছিটকে গেছেন জাহানারা আলম।

আবার করোনা পজিটিভ হওয়ায় ব্যাটার ফারজানা হক পিঙ্কিকেও পাচ্ছে না বাংলাদেশ। পরশু অনুশীলনে চোট পান জাহানারা। অভিজ্ঞ পেসারের হাতে দুটি সেলাই লাগবে, সেরে উঠতেও সময় লাগবে। বিসিবি জানিয়েছে, পেসার জাহানারার বদলি হিসেবে বাঁহাতি পেসার ফারিহা ইসলাম তৃষ্ণাকে নেওয়া হয়েছে। ফারজানার জায়গায় স্কোয়াডে যুক্ত হয়েছেন শোহালি আক্তার।

শনিবার (১৭ সেপ্টেম্বর) আবুধাবিতে দলের সঙ্গে যোগ দেবেন তারা। কোভিড-১৯ এ আক্রান্ত ফারজানা বর্তমানে মেডিকেল প্রোটোকলে আছেন।আবুধাবিতে নিগার সুলতানা জ্যোতির দলের আসর শুরু হবে ১৮ সেপ্টেম্বর, আয়ারল্যান্ডের বিপক্ষে। ১৯ সেপ্টেম্বর লাল-সবুজদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। বাছাইপর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের সামনে পড়বে টিম টাইগ্রেস।

বাংলা ম্যাগাজিন /এনএইচ

Back to top button