নিজের পারিশ্রমিক বাড়িয়ে দ্বিগুণ করে দিয়েছেন রাশমিকার

এই মুহূর্তে তাকে নিয়ে উচ্ছ্বসিত গোটা বলিউড। সাফল্যের মধ্যগগনে নায়িকা, বিশেষত পুষ্পা মুক্তি পাওয়ার পর থেকে তার নাগাল পাওয়া এখন বেশ দুষ্কর।

শোনা যাচ্ছে, ইতোমধ্যেই নিজের পারিশ্রমিকও বাড়িয়ে দ্বিগুণ করে দিয়েছেন নায়িকা। এখনও পর্যন্ত বলিউডে একটা ছবিও মুক্তি পায়নি তার। তবুও পরিচালকের পছন্দের তালিকার প্রথম সারিতে। পুষ্পা মুক্তির এক বছর আগেই সই করেছিলেন প্রথম হিন্দি ছবিতে। যে ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে অভিনেত্রীকে।

ছবির নাম মিশন মঞ্জু। দ্বিতীয় ছবি গুডবাই ছবিতে সহ-অভিনেতা হিসেবে পেয়েছেন অমিতাভ বচ্চনকে। যে ছবির প্রথম লুক ইতোমধ্যেই দেখে ফেলেছে দর্শক।এছাড়াও রণবীর কাপুরের সঙ্গে দেখা যাবে নায়িকাকে।

দক্ষিণ থেকে পশ্চিম সব জায়গায় এখন তারই চাহিদা। আর সেই সুযোগ বুঝে দর বাড়িয়েছেন অভিনেত্রী। এতদিন প্রতি সিনেমা পিছু পারিশ্রমিক নিতেন ৪ কোটি রুপি। এবার বাড়িয়ে দিলেন আরও ১ কোটি। এখন থেকে ছবি প্রতি ৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন রাশমিকা। পুষ্পা ২-এর জন্যও কি ৫ কোটি রুপিই নিয়েছেন নায়িকা?  খুব শিগগিরই শুরু হবে পুষ্পা ২-এর শুটিং।

বাংলা ম্যাগাজিন /এনএইচ

Back to top button