সুনামগঞ্জের যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদকের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডে

গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জগন্নাথপুরের পূর্ব ভবানীপুর এলাকার টিনশেড বাড়িতে আগুন লাগে। এলাকাবাসীর চেষ্টায় রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।বাড়িটি সুনামগঞ্জের জগন্নাথপুরে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের গ্রামের বাড়ি।

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ ও তাঁর ছোট ভাই জগন্নাথপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমেদ যুক্তরাজ্যে বসবাস করেন। কয়ছর আহমেদের স্বজনদের অভিযোগ, দুর্বৃত্তরা ওই বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।

কয়ছর আহমেদের ভাতিজা ওই একই গ্রামের বাসিন্দা মারজান আহমেদ বলেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দিয়েছে। আগুন লাগার পর বাড়ির তত্ত্বাবধায়ক দুজনকে দৌঁড়ে পালিয়ে যেতে দেখছেন। আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, কয়ছর আহমেদের ওই বাড়িতে পরিবারের সদস্যরা কেউ থাকেন না। হাবিবুর রহমান নামের এক ব্যক্তি বাড়িটি দেখাশোনা করেন। গতকাল রাতে আগুনের ধোঁয়া দেখে হাবিবুর চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে প্রতিবেশীদের চেষ্টায় রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের খবর পেয়ে গতকাল রাতেই জগন্নাথপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, আগুন লাগানোর চেষ্টা করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তবে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

বাংলা ম্যাগাজিন /এমএ

Back to top button