রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নীতিমালা পরিবর্তন হলো

অবশেষে পরিবর্তন হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক নিয়োগ নীতিমালা- ২০২২ পাস হয়েছে। বুধবার রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫১৬তম সিন্ডিকেট সভায় নতুন নিয়োগ নীতিমালাটি পাস হয়।সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন সিন্ডিকেট সদস্য সাদিকুল ইসলাম সাগর।

তিনি জানান, পরিবর্তিত এই নীতিমালায় শিক্ষক পদে আবেদনের জন্য প্রার্থীর অনার্স ও মাস্টার্স ফলাফল ন্যূনতম ৩.৫. এবং মেধাক্রমে ১- ৭ এর মধ্যে থাকতে হবে।

শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে কোনো প্রার্থীরই অনার্স ও মাস্টার্সের ফলাফল যদি ৩.৫ না থাকে, তবে সেক্ষেত্রে তা শিথিলযোগ্য হবে এবং সেটা ইউজিসি প্রদত্ত শিক্ষক নিয়োগ নীতিমালা অনুসারে গণ্য করা হবে।

বাংলা ম্যাগাজিন /এমএ

Exit mobile version