দলের সকল পদ থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দিয়েছে জাতীয় পার্টি

আজ বুধবার জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, দলের সব পদ থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেয়া হয়েছে।

মশিউর রহমান রাঙ্গা পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় সংসদের বিরোধীদলীয় প্রধান হুইপের পদেও রয়েছেন ।তিনি এক সময় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্বও সামলেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলের গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদ থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি প্রদান করেছেন। ইতোমধ্যে এ আদেশ কার্যকর হয়েছে ব‌লে দ‌লের প্রেস উইং থে‌কে জানা‌নো হ‌য়ে‌ছে।

বাংলা ম্যাগাজিন /এমএ

Back to top button